ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের এক উদযাপনে তোলপাড় (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শেষ রানটি নিয়েই বুনো উল্লাসে মেতে উঠলেন মুশফিকুর রহিম। তার পর ব্যাটটি মাটিতে রেখে বিস্ফোরিত চোখে করলেন ‘কোবরা ডান্স’। যে উদযাপন নিয়েই এখন তোলপাড় ক্রিকেটবিশ্ব। মুশফিকের এই ‘কোবরা ডান্স’ নিয়ে নানা ধরণের ভিডিও তৈরি করে মজা করছেন ভক্ত-সমর্থকরা। এখন ভাইরাল হয়ে গেছে এই ‘কোবরা ডান্স’। কেন এমন উদযাপন?

সংবাদ সম্মেলনে মুশফিক না আসায় উত্তরটা দিয়েছেন তামিম ইকবাল। ‘আমাদের দলে নাজমুল ইসলাম অপু নামে একজন বা-হাতি স্পিনার রয়েছে। এটা ওর উদযাপন। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, যেখানেই ও উইকেট পায় তখনি এই নাগিন নাচ দেয়। এটা অনেক মজার উদযাপন।’

তিনি আরো যোগ করেন, ‘আমার মনে হয় মুশফিক ওকেই দেখিয়েই এমন উদযাপন করেছে। কারণ আমরা জানি এটা অপুর উদযাপন। ও যখনি উইকেট পায় তখনি এটা নিয়ে অনেক মজা হয় যদিও এখনো পর্যন্ত একটি উইকেটও পায়নি। পেলেই এই উদযাপন দেখতে পাবেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন বাম-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর ‘কোবরা ডান্স’। পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা অপু শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন। সুযোগ মিলেছিল একাদশেও। সেদিন উইকেট শিকার করেই ‘কোবরা ডান্স’ দিয়েছিলেন তিনি। তার সঙ্গী হয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ।

তবে ঢাকা টেস্টে শ্রীলঙ্কা জয়ের পর এই ‘কোবরা ডান্স’ দিয়েছিলেন লঙ্কান বোলার ধানুস্কা। শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয়ের পর মুশফিকও পাল্টা উদযাপন করলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রে।

মুশফিকের এক উদযাপনে তোলপাড় ক্রিকেটবিশ্ব বাইশ গজে তার সেলিব্রেশন বরাবরই শিরোনামে থাকে। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনা এখনো স্মৃতিতে টাটকা ক্রিকেটপ্রেমীদের। কথায় বলে, জেতার আগেই আনন্দ করতে নেই। ফলাফল যা হওয়ার তাই হয়েছিল বাংলাদেশের সঙ্গে। ধোনির ভারতের কাছে ১ রানে হেরেছিল মর্তুজারা। আর সেই ম্যাচে জয়ের আগেই মুশফিকুর রহিমের উল্লাস নিয়ে পরে বিস্তর কাটাছেঁড়া হয়েছিল।

বাইশ গজে বড্ড বেশি আবেগ দেখিয়ে ফেলেন বলে দুর্নাম আছে রহিমের। আর মাঠের মধ্যে সেলিব্রেশন তো আছেই। সব মিলিয়ে ক্রিকেটমহলে বেশ মজার চরিত্র মুশফিকুর। এখনো ভারতের সঙ্গে সেই ম্যাচে নিজের আচরণের জন্য আলোচনা হয় তাকে নিয়ে। কিন্তু এবার যেটা করলেন তা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

নিদাহাস ট্রফিতে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ ম্যাচ জেতার পর অদ্ভূত আচরণ করলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সাপের ভঙ্গিতে মাথায় দুহাত তুলে নাচলেন। যা ‘কোবরা ডান্স’ নামে পরিচিত। ধারাভাষ্যকাররা মুশফিকুরের এই কোবরা ডান্সের ঝলক দেখে হেসে কুটিপাটি।

শনিবার খেলা চলছিল নিদাহাস ট্রফির। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৪ রান তোলে। বিরাট এই রান করে জেতা তাও আবার শ্রীলঙ্কার মাটিতে, একপ্রকার অসম্ভবই বলছিলেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কা তাদের আগের ম্যাচেই রোহিতের ভারতকে হারিয়ে চমক দেয়। কিন্তু চান্ডিমলদের এই এই বিশাল রানের জবাবে দু’বল বাকি থাকতেই ম্যাচ ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ।

এক ঐতিহাসিক জয় বাংলাদেশের কাছে। টি-২০ ক্রিকেটে এত বড় রান তাড়া করে জেতার নজির বাংলাদেশের নেই। সৌজন্যে মুশফিকুরের চওড়া ব্যাট। ৩৫ বলে ৭২ রানের ধামাকাদার ইনিংস। ৪টি ছক্কা ও ৫টি চারে সাজানো ইনিংসের দৌলতেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ২০তম ওভারের চতুর্থ বলে শ্রীলঙ্কার থিসারা পেরেরার বলে চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন মুশফিকুর।

তারপরই সেই নাগিন ডান্স। জেতার আনন্দে আবেগ চেপে রাখতে পারেননি ৩০ বছর বয়সি ক্রিকেটার। দলের অন্যরা বলছেন, টানটান ম্যাচ জেতার পর একটু-আধটু এমন সেলিব্রেশন চলতেই পারে। এই ম্যাচের পর ত্রিদেশীয় টুর্নামেন্টে সব দলেরই একটি করে ম্যাচ জেতা হয়ে গেল। সুতরাং বলাবাহুল্য, প্রতিযোগিতা জমে উঠেছে।

দেখুন মুশফিকের ‘কোবরা ডান্স’-

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুশফিকের এক উদযাপনে তোলপাড় (ভিডিও)

আপডেট টাইম : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ শেষ রানটি নিয়েই বুনো উল্লাসে মেতে উঠলেন মুশফিকুর রহিম। তার পর ব্যাটটি মাটিতে রেখে বিস্ফোরিত চোখে করলেন ‘কোবরা ডান্স’। যে উদযাপন নিয়েই এখন তোলপাড় ক্রিকেটবিশ্ব। মুশফিকের এই ‘কোবরা ডান্স’ নিয়ে নানা ধরণের ভিডিও তৈরি করে মজা করছেন ভক্ত-সমর্থকরা। এখন ভাইরাল হয়ে গেছে এই ‘কোবরা ডান্স’। কেন এমন উদযাপন?

সংবাদ সম্মেলনে মুশফিক না আসায় উত্তরটা দিয়েছেন তামিম ইকবাল। ‘আমাদের দলে নাজমুল ইসলাম অপু নামে একজন বা-হাতি স্পিনার রয়েছে। এটা ওর উদযাপন। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, যেখানেই ও উইকেট পায় তখনি এই নাগিন নাচ দেয়। এটা অনেক মজার উদযাপন।’

তিনি আরো যোগ করেন, ‘আমার মনে হয় মুশফিক ওকেই দেখিয়েই এমন উদযাপন করেছে। কারণ আমরা জানি এটা অপুর উদযাপন। ও যখনি উইকেট পায় তখনি এটা নিয়ে অনেক মজা হয় যদিও এখনো পর্যন্ত একটি উইকেটও পায়নি। পেলেই এই উদযাপন দেখতে পাবেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন বাম-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর ‘কোবরা ডান্স’। পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা অপু শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন। সুযোগ মিলেছিল একাদশেও। সেদিন উইকেট শিকার করেই ‘কোবরা ডান্স’ দিয়েছিলেন তিনি। তার সঙ্গী হয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ।

তবে ঢাকা টেস্টে শ্রীলঙ্কা জয়ের পর এই ‘কোবরা ডান্স’ দিয়েছিলেন লঙ্কান বোলার ধানুস্কা। শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয়ের পর মুশফিকও পাল্টা উদযাপন করলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রে।

মুশফিকের এক উদযাপনে তোলপাড় ক্রিকেটবিশ্ব বাইশ গজে তার সেলিব্রেশন বরাবরই শিরোনামে থাকে। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনা এখনো স্মৃতিতে টাটকা ক্রিকেটপ্রেমীদের। কথায় বলে, জেতার আগেই আনন্দ করতে নেই। ফলাফল যা হওয়ার তাই হয়েছিল বাংলাদেশের সঙ্গে। ধোনির ভারতের কাছে ১ রানে হেরেছিল মর্তুজারা। আর সেই ম্যাচে জয়ের আগেই মুশফিকুর রহিমের উল্লাস নিয়ে পরে বিস্তর কাটাছেঁড়া হয়েছিল।

বাইশ গজে বড্ড বেশি আবেগ দেখিয়ে ফেলেন বলে দুর্নাম আছে রহিমের। আর মাঠের মধ্যে সেলিব্রেশন তো আছেই। সব মিলিয়ে ক্রিকেটমহলে বেশ মজার চরিত্র মুশফিকুর। এখনো ভারতের সঙ্গে সেই ম্যাচে নিজের আচরণের জন্য আলোচনা হয় তাকে নিয়ে। কিন্তু এবার যেটা করলেন তা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

নিদাহাস ট্রফিতে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক টি-২০ ম্যাচ জেতার পর অদ্ভূত আচরণ করলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সাপের ভঙ্গিতে মাথায় দুহাত তুলে নাচলেন। যা ‘কোবরা ডান্স’ নামে পরিচিত। ধারাভাষ্যকাররা মুশফিকুরের এই কোবরা ডান্সের ঝলক দেখে হেসে কুটিপাটি।

শনিবার খেলা চলছিল নিদাহাস ট্রফির। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৪ রান তোলে। বিরাট এই রান করে জেতা তাও আবার শ্রীলঙ্কার মাটিতে, একপ্রকার অসম্ভবই বলছিলেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কা তাদের আগের ম্যাচেই রোহিতের ভারতকে হারিয়ে চমক দেয়। কিন্তু চান্ডিমলদের এই এই বিশাল রানের জবাবে দু’বল বাকি থাকতেই ম্যাচ ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ।

এক ঐতিহাসিক জয় বাংলাদেশের কাছে। টি-২০ ক্রিকেটে এত বড় রান তাড়া করে জেতার নজির বাংলাদেশের নেই। সৌজন্যে মুশফিকুরের চওড়া ব্যাট। ৩৫ বলে ৭২ রানের ধামাকাদার ইনিংস। ৪টি ছক্কা ও ৫টি চারে সাজানো ইনিংসের দৌলতেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ২০তম ওভারের চতুর্থ বলে শ্রীলঙ্কার থিসারা পেরেরার বলে চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন মুশফিকুর।

তারপরই সেই নাগিন ডান্স। জেতার আনন্দে আবেগ চেপে রাখতে পারেননি ৩০ বছর বয়সি ক্রিকেটার। দলের অন্যরা বলছেন, টানটান ম্যাচ জেতার পর একটু-আধটু এমন সেলিব্রেশন চলতেই পারে। এই ম্যাচের পর ত্রিদেশীয় টুর্নামেন্টে সব দলেরই একটি করে ম্যাচ জেতা হয়ে গেল। সুতরাং বলাবাহুল্য, প্রতিযোগিতা জমে উঠেছে।

দেখুন মুশফিকের ‘কোবরা ডান্স’-