হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ভুট্টার আবাদ ব্যাপকহারে বেড়েছে। এবার উৎপাদন বেশি হওয়ার বিপরীতে কম খরচ কৃষকদের দারুণভাবে প্রভাবিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে জেলার বিস্তীর্ণ এলাকায় সবুজ পাতার আড়ালে হাসছে হলুদ রঙের ভুট্টা। মাথায় লাল ফুল, গায়ে হলুদ বর্ণের এসব ভুট্টা দোল খাচ্ছে বাতাসে। চলতি মৌসুমে জেলায় এসকে ৪০, প্যাসিফিক, মুকুট, এলিট, সুপার ফাইন জাতের ভুট্টার আবাদ বেশি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ২৩৫ হেক্টর জমিতে। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫৬ মেট্রিক টন।
এর মধ্যে সদরে ৬৪ হেক্টর, কলারোয়ায় ৫০ হেক্টর, তালায় ৪৬ হেক্টর, দেবহাটায় ১৭ হেক্টর, কালিগঞ্জে ৩৪ হেক্টর, আশাশুনিতে ১০ হেক্টর, শ্যামনগরে ১৪ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার ভুট্টা চাষি নজরুল ইসলাম হাওর বার্তাকে জানান, জেলার কৃষকেরা বোরো ধানের পাশাপাশি গত কয়েক বছর ভুট্টা আবাদ করছেন। প্রাকৃতিক দুর্যোগ ভুট্টার ওপর তেমন প্রভাব পড়ে না। এর সঙ্গে সার, কীটনাশকসহ উৎপাদন সরঞ্জাম কম লাগে। এজন্য ব্যাপকহারে সবাই এবার ভুট্টা আবাদ করেছে।
বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভুট্টার বাম্পার ফলন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান হাওর বার্তাকে জানান, শুধু উৎপাদন বৃদ্ধি নয়, মাটির উর্বরতা ঠিক রাখতে পরিকল্পিত ভুট্টা চাষের ওপর তারা নজর দিচ্ছেন। তিনি আশা করছেন, এবার কৃষকেরা তাদের কাঙ্ক্ষিত ফলন ও বাজার মূল্য পাবেন।