সাতক্ষীরায় বোরো ধানের পারচিং উৎসব অনুষ্ঠিত হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরায় বোরো ধানের পারচিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উৎসবের আয়োজন করে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরন্ময় সরকার বোরো ধানের ক্ষেতে ডাল পুঁতে পারচিং উৎসবের উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-ইউপি সদস্য অপর্ণা রাণী, কৃষক হাবিবুল্লাহ, মনিরুল ইসলাম, মতলুব সরদার, মোস্তফা সরদার, সফিকুজ্জামান, মহসীন সরদার প্রমুখ। উৎসবে পারচিং পদ্ধতি সম্পর্কে জানানো হয়।

জমিতে ধান রোপনের পর গাছের ডালপালা পুঁতে দিয়ে বসার ব্যবস্থা করলে পাখি ক্ষেতের পোকা খেয়ে ফেলে। এর মাধ্যমে কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা সম্ভব। বিষমুক্ত খাদ্য শস্য উৎপাদনে পারচিং পদ্ধতি অগ্রণী ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর