হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চান বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটির রাজধানী পিয়ংইয়ং সফররত দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএএনের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলে ১০ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—দেশটির গোয়েন্দা প্রধান সুহ হুন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়ুই ইয়ং। দলটি দক্ষিণ কোরিয়া পৌঁছানোর পর সদস্যদের ‘উষ্ণ অভ্যর্থনা’ জানান কিম। এ ছাড়া তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেন।
দুই দিনের এই সফরে দুদেশের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে পারমাণবিক অস্ত্র উন্নয়ন বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও পিয়ংইয়ং-এর মধ্যে আলোচনার বিষয়ে জোর দেওয়া হবে। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্রও। এক্ষেত্রে দেশটিকে পারমাণবিক অস্ত্র উন্নয়ন বন্ধের শর্ত দিয়েছে তারা। তবে মার্কিনিদের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিম।
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শেষে সপ্তাহ শেষেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন সুহ হুন ও ইয়ুই ইয়ং। সেখানে গিয়ে তারা উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করবেন। ২০১১ সালে কিম জং উন ক্ষমতায় বসার পর এটাই দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের প্রথম উত্তর কোরিয়া সফর।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর করিয়ার রেষারেষির সম্পর্কটা বেশ পুরোনো। সম্প্রতি পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও একের পর হুমকিতে দুদেশের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হওয়ায় পিয়ংইয়ং-এর বিপক্ষে যায় দক্ষিণ কোরিয়াও। তবে গেল মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হওয়া উইন্টার অলিম্পিকের জের ধরে দুদেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে।