কুলিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ড. উর্মি বিনতে সালাম সারা দেশে

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. উর্মি বিনতে সালাম সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

গত (২৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ সাবের হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে গতকাল (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. উর্মি বিনতে সালামকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিলাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জানা গেছে, প্রাথমিক শিক্ষায় অবদান রাখা দেশসেরা ইউএনও হিসেবে আগামী ৬ মার্চ বিকাল ৩টায় রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. উর্মি বিনতে সালামকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর