হাওর বার্তা ডেস্কঃ আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরের। চার-ছক্কার কুড়ি কড়ি বিনোদনের এই আসরে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার। গত আসরের মতো এবারও পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবে তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সাবেক দল কোয়েটার হয়ে খেলবেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো পিএসএল খেলতে যাবে কাটার মাষ্টার মোস্তাফিজ।
বাংলাদেশী দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবে সাকিব-তামিমদের দিকে। নিজ দেশের তারকারদের কবে কথন খেলা তা নিশ্চই তারা জানতে চাইবেন। তীক্ষ্ণ চোখ রাখবেন তাদরে দিকে। এবারের পিএসএলে প্রথম ম্যাচেই নবাগত মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে সাকিব-তামিমের পেশওয়ার জালমি।
পিএসএলে সাকিব, তামিমের ম্যাচের সময়সূচী নিচে দেওয়া হলঃ-
২২ ফেব্রুয়ারি: পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান, রাত ১১ টা
২৪ ফেব্রুয়ারি: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি, বিকাল ৫.৩০ মিনিট
২৫ ফেব্রুয়ারী: করাচি কিংস বনাম পেশোয়ার জালমি, রাত ১০ টা
১ মার্চ: পেশোয়ার জালমি বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, রাত ১০ টা
৩ মার্চ: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, রাত ১০ টা
৬ মার্চ: পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান, রাত ১০ টা
৯ মার্চ: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি, রাত ১০টা
১০ মার্চ: পেশোয়ার জালমি বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, রাত ১০টা
১৫ মার্চ: করাচি কিংস বনাম পেশোয়ার জালমি, বিকেল ৫.৩০ মিনিট
১৬ মার্চ: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, বিকেল ৫.৩০ মিনিট
উল্লেখ্য, আগামী ২৫ই মার্চ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।