নেইমার তবুও কোয়ার্টারে খেলার স্বপ্ন দেখছে

হাওর বার্তা ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্বাগতিক রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হারে পিএসজি। পরাজয়ের পরও কোয়ার্টারে খেলার স্বপ্ন দেখছে দলটির সেরা তারকা নেইমার। শেষ আটে জায়গা করে নিতে দলটিকে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে।

রিয়ালের মাঠ বার্নাব্যুতে প্রথমার্ধে বল দখলের পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও পিএসজির কাছেই ছিল। আক্রমণও বেশি করে শুরুতে এগিয়েও গিয়েছিল দলটি। সুযোগ পেয়েছিল আরও কিছু গোলের। শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের ব্যর্থতায় ৩-১ গোলে হেরে গেছে পিএসজি। তবে এ হারের পরও শেষ আটে খেলার স্বপ্ন দেখছে নেইমার।

ম্যাচ শেষ সাংবাদিকদের জানান, ‘এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ফিরতি পর্ব বাকি আছে। আর ম্যাচটি আমাদের মাঠে। অনেক কিছুই হতে পারে।’

এদিকে চলতি মৌসুমের শুরুতে দলবদলের রেকর্ড গড়ে বার্সা থেকে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর কোচ ও দলের সিনিয়র খেলোয়াড় কাভানির সঙ্গে মনমালিন্যর সূত্র ধরে গুঞ্জন ছড়ায় পিএসজিতে খুশি না নেইমার। আগামী মৌসুমেই যোগ দিবেন রিয়ালে।

এ নিয়ে নেইমার জানান, ‘আমি এখনে সুখে আছি। আমার পিএসজির সঙ্গে চুক্তি আছে। বর্তমানে আমার চিন্তা-ভাবনাও পিএসজিকে নিয়ে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর