আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই এই দেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের কাতারে যাবে। কারণ, এ দেশের যত অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।
শনিবার সেতাবগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে বিদ্যুত সংযোগ উদ্বোধন করার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিতরা দেশকে অন্ধকার সুড়ঙ্গে নিয়ে গিয়েছিল। সেখান থেকে বঙ্গবন্ধু কন্যা দেশকে আজ আলোর পথে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার আওয়ামী লীগ পূরণ করেছে। এবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, জামায়াত-বিএনপি দেশকে পেছনে ফেলে দিতে চায়। তারা হত্যা, সন্ত্রাস আর আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে দেশকে আবার অন্ধকারে নিমজ্জিত করতে চায়।
এসময় আরও উপস্থিত ছিলেন- সেতাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আবছার আলী, পল্লী বিদ্যুত সমিতির কাজী মো. আলী ও আসাদুজ্জামান রাজা প্রমুখ।