বোরো ধান চাষ একটি লাভজনক প্রযুক্তি

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে একটি লাভজনক প্রযুক্তি হলো- শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ। এ পদ্ধতিতে ধান চাষ কৃষকের ব্যয় কমে যাবে। প্রযুক্তিটি মাঠ পর্যায়ে পৌঁছাতে পারলে ধানের ফলন বাড়বে। কৃষক, সরকার ও দেশ উপকৃত হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ বিষয়ক এক সভায় এসব কথা বলেন বক্তারা।

সভায় কৃষিতত্ব বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. লুৎফুল হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

এ সময় শুকনা পদ্ধতিতে বোরো ধান চাষ বিষয়ে সৃষ্ট বিভিন্ন সমস্যা ও উত্তোরণের উপায় নিয়ে সেমিনারে উপস্থিত সকলের সাথে উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন তিনি।

দেশে প্রচলিত কাঁদা পদ্ধতিতে বোরো ধান চাষে প্রতি কেজি ধান উত্পাদনে প্রায় ৩-৫ হাজার লিটার পানি খরচ হয়। নতুন কোনো জাতের উদ্ভাবন ছাড়াই বোরো ধান চাষে পানি সেচের পরিমাণ অর্ধেক দিয়ে ফলন বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, এ প্রযুক্তিতে সেচের পরিমাণ কমানোর ফলে প্রচলিত কাঁদা পদ্ধতির তুলনায় ধানের ফলন বেশি হয়। এতে অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হবেন কৃষক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর