এবার এমপি নদভীর হাতে ফুল দিয়ে আ্ওয়ামী লীগে তিন শিবির ক্যাডার। এর মধ্যে একজন রাশেদুল ইসলাম চৌধুরী। তার বিরুদ্ধে ভোট কেন্দ্র ভাংচুর, ছাত্রলীগ অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। সাতকানিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সে। একইভাবে বোরহান উদ্দিনের বিরুদ্ধেও রয়েছে পাঁচটি মামলা। আর মোহাম্মদ ইসহাক সাত মামলার আসামি। তিনজনই শিবিরের চিহ্নিত ক্যাডার।
গত সপ্তাহে শিবিরের এই তিন ক্যাডার সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ড. আবু রেজা নদভীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শিবিরের এই তিন ক্যাডারের আওয়ামী লীগে যোগদানের ঘটনা সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে রীতিমতো হতভম্ব ও বিস্মিত করেছে।
শিবিরের এই তিন ক্যাডারের বাড়ি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে। ইউনিয়নটি চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় এলাকার সঙ্গে। এ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি নজরুল ইসলাম হলেও শিবিরের তিন ক্যাডার যোগ দেয় (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি আবু রেজা নদভীর হাতে ফুল দিয়ে।