হাওর বার্তা ডেস্কঃ গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার দল ছাড়ায় হতাশ হয়ে পড়েছিলেন অনেক বার্সা সমর্থক। এমনকি বার্সেলোনার ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, কে পূরণ করবেন নেইমারের শূন্যস্থান? তবে কি বার্সেলোনার পতনের সময় সন্নিকটে?
চিন্তার ভাজ দীর্ঘ করতে দেননি মেসিরা। এই মৌসুম শেষ না হতেই আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হিসেবে বার্সেলোনাকে দেখা যাচ্ছে ফুটবলের সবুজ মাঠে। লা লিগার একমাত্র অপরাজিত দল এখন বার্স। কোপা দেল রে-তে মাত্র একটি ম্যাচ হেরে সেমিফাইনালে পৌঁছে গেছে দলটি। মেসি, সুয়ারেজ প্রতি ম্যাচে নিয়মিত গোল করছেন। ইনিয়েস্তা, সার্জিও রবার্তো আছেন দারুণ ফর্মে। আবার বছরের শুরুতেই দলে যোগ হয়েছে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কুতিনহো। ১৬০ মিলিয়ন ইউরোর বড় বাজেটে তাকে দলে টেনেছে বার্সা। ফলে আরো শক্তিশালী এখন মেসিরা।
বার্সেলোনা দারুন খেলছে। তাই নেইমারের অভাবটা নেই এখন ওদের সমর্থকদের মধ্যে। তাই বার্সেলোনার প্রধান খেলোয়াড় লিওনেল মেসির কণ্ঠেও এমন সুর, ‘বার্সেলোনা নেইমারকে ছাড়াই আগের চেয়ে স্বয়ংসম্পূর্ণ!’
মেসি আরো বলেন, ‘নেইমারের চলে যাওয়ায় আমাদের আক্রমণের ধার কিছুটা সমস্য হয়েছে। ওর যেখানে খেলতো সেখানে আমাদের খেলার ধরনে কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু মধ্যমাঠে এখন আমরা অনেক শক্তিশালী, যা আমাদের প্রতিপক্ষকে পরাস্ত করতে সহায়তা করে।