হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে প্রশ্ন ফাঁস রোধে শিক্ষক-অভিভাবক ও ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা শহরের পরম চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।
আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মো. সেলিম।
স্বাধীনতা শিক্ষক পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ফকরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, অভিভাবক মো. আলমগীর হোসেন, শিক্ষার্থী তাসমিয়া নৌরিন মীম, নাসিমা আক্তার, মাহফুজুর রহমান, আরিফুর রহমান, সাব্বির আহমেদ জীবন ও আব্দুল কুদ্দুস প্রমুখ।