হাওর বার্তা ডেস্কঃ ম্যাচের শুরু থেকে বল পেতে লড়াই করতে থাকা আলাভেস ১৬তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যেতে পারতো। তবে দ্রুত এগিয়ে এসে সে যাত্রায় দলকে বাঁচান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। সাত মিনিট পর আরেকটি পাল্টা আক্রমণে অতিথিদের এগিয়ে দেন ইয়োন গিদেত্তি।
৩০তম মিনিটে মেসির পাস ধরে উড়িয়ে মারেন আন্দ্রেস ইনিয়েস্তা। দুই মিনিট পর সুযোগ হারান বার্সেলোনার জার্সিতে প্রথমবার শুরুর একাদশে নামা ফিলিপে কৌতিনিয়ো। ৬৮তম মিনিটে মেসির বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে পেয়ে সুয়ারেজের নেওয়া শট গোলরক্ষকের পায়ে বাধা পায়। দুই মিনিট পর গোলমুখে পাওলিনিয়োর প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক।
বারবার গোলের সুযোগ নষ্ট থাকা বার্স গোলের দেখা পায় ৭২তম মিনিটে। বাঁ-দিকের বাইলাইন থেকে আন্দ্রেস ইনিয়েস্তার দারুণ ক্রস ডান দিকে পেয়ে দুরূহ কোণ থেকে ভলিতে বল জালে জড়ান সুয়ারেজ।
আর ৮৪তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে চমৎকার ফ্রিকে জয়সূচক গোলটি করেন মেসি। পাচেয়ো বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি। এবারের লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২০তম গোল। বার্সা ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে। রিয়াল মাদ্রিদ ৩৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে।