হাওর বার্তা ডেস্কঃ আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় লাখ সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক ডেভেলপমেন্ট প্রকল্পের (পিডিপি-৪) আওতায় এসব নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী আজ দুপুরে হাওর বার্তাকে এসব তথ্য জানান। তিনি বলেন, পিডিপি’র আওতাভুক্ত রাজস্ব খাতের শূন্যপদ, প্রয়োজনীয় সৃষ্ট পদ ও প্রাক প্রাথমিকের সৃষ্ট পদে আগামী পাঁচ বছরে মোট দেড় লাখ শিক্ষক নিয়োগ দেয়ার পরিকল্পনা হতে নেয়া হয়েছে।