হাওর বার্তা ডেস্কঃ ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, কোচের বিকল্প নেই। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর জোরালভাবেই কোচের সন্ধান চালিয়েছিল বিসিবি। মানসম্মত কোচ না পাওয়ায় ত্রিদেশীয় ও শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ সামনে রেখে খালেদ মাহমুদ সুজনকে ‘টেকনিক্যাল ডিরেক্টর’ কাম (আপদকালীন) কোচের দায়িত্ব দেয় বোর্ড।
জাতীয় দলের সাবেক এ অধিনায়কের অধীনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম তিন খেলায় ধারাবাহিক জয়ের পর ফাইনাল এবং তার আগের ম্যাচে বাজেভাবে পরাজিত হয় বাংলাদেশ। গতকাল মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২২২ রান তাড়া করতে নেমে ১৪২ রানে অলআউট মাশরাফির নেতৃত্বাধীন দল। ৭৯ রানে জিতে ট্রফি নিজেদের করে নেয় শ্রীলংকা।
ফাইনালে পরাজয়ের পর আপদকালীন কোচের কাজ চালিয়ে যাওয়া সুজনের দায়িত্ব নিয়ে হাওর বার্তার অনলাইনকে বিসিবি সভাপতি বলেন, ‘যতটুকু চেষ্টা করার তারা তো করছে। তবে কোচের তো আসলে বিকল্প নেই। কোচ ছাড়া হবেও না।’
সাকিব-তামিমদের জন্য যে মানের কোচ খোঁজা হচ্ছে তার আগাম ধারণা দিতে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আগে আমরা কোচ আনতাম স্কিল ডেভেলপমেন্টের জন্য। যে ব্যাটিং, বোলিংটা ভালো করাবে। এখন কিন্তু তা নয়! এখন হেড কোচ মানেই স্ট্র্যাটেজি। গেম প্ল্যান, কাকে কখন খেলাবে। কোন উইকেটে খেলবে। কার বিপক্ষে কিভাবে বল করবে। সেই সম্পর্কে ভালো ধারণা রাখা।’
শুধু তাই নয়! প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানদের সম্পর্কে এনালাইসিস করে তাদের দুর্বলতা খুঁজে বের করে সেই অনুসারে বোলিং পরিকল্পনা করার সামর্থ আছে এমন কোচ আমার চাই।
দেশের ক্রিকেট বোর্ডের এ সভাপতি জানান, চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ হয়ে আসার পর আমরা এই জিনিসের পার্থক্য বুঝতে পেরেছি। বাংলাদেশ দল যে পর্যায়ে আছে এখন যাকে তাকে নিয়োগ দিলেই হবে না। কোচ নিয়োগের আগে তার প্রোফাইলও আমাদের দেখতে হবে।
সূত্রঃ যুগান্তর