হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে অংশ নিতে আদালতে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বেলা ১১টা ২৮ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছায়।
পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজ সকাল থেকে এ মামলার আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী আহসান উল্লাহ।
এর আগে মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থান শেষ হয়। খালেদা জিয়ার পক্ষে পঞ্চম আইনজীবী হিসেবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।