মানিকগঞ্জে ৩শ পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ কনকনে ঠান্ডায় জনজীবন যখন বিপর্যস্ত তখন শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবিষ্কার ফাউন্ডেশন’।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর, বাহেরচর, রামকৃষ্ণপুর ও ছোট বাহাদুরপুর- এই চারটি গ্রামে ৩শ পরিবারকে কম্বল ও শীতের কাপড় বিতরণ করে সংগঠনটি।

কম্বল বিতরণের সময় আবিষ্কার ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

‘স্বপ্ন তৈরির কারখানা’ স্লোগানে নতুন নতুন স্বপ্ন নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চায় ‘আবিষ্কার ফাউন্ডেশন’। মূলত সুবিধাবঞ্চিত মানুষদের স্বপ্ন দেখাতে শেখাচ্ছে এ সংগঠন।

মোরা ঘূর্ণিঝড়ে আক্রান্ত টেকনাফ, বন্যাদুর্গত কুড়িগ্রাম, কখনো সুবিধাবঞ্চিত পথশিশুদের লাল-সবুজ স্কুলের বাচ্চাদের সাথে সুবিধা আদায়ের লড়াই, আবার কখনো আপন নিবাস বৃদ্ধাশ্রমের মমতাময়ী মায়েদের সাথে সুখ ভাগাভাগির প্রচেষ্টা। এভাবেই প্রতিদিন স্বপ্ন দেখে চলেছে সংগঠনের একদল তরুণ।

আবিষ্কার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মোস্তাফিজুল কবীর বলেন, ‘আমরা সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে চাই। যারা আমাদের এ কাজে সহায়তা করছে তাদের সবাইকে ধন্যবাদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর