হাওর বার্তা ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন সংগঠনের নেতারা।
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর, এ সীমানা প্রাচীর বাংলাদেশের লাখো কোটি ছাত্রসমাজকে অবরুদ্ধ করে রেখেছে। তারা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত।
উচ্চ শিক্ষিত বেকার যুব সমাজ যখন উপেক্ষিত তখন বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকা অবস্থায় ২০১২ সালের ৩১ জানুয়ারি জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এতে যুব সমাজ আশার আলো দেখেছিলো।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ২১তম বৈঠকে চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর সুপারিশ করে। নবম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে ৩৫ বছর করার প্রস্তাব গৃহীত হয়। সেই থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এ দাবি বাস্তবায়নের জন্য পাঁচ বছর ধরে আন্দোলন করে আসছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
ইমতিয়াজ আরো বলেন, সরকার আমাদের দাবি না মানলে আমরণ অনশন কর্মসূচি শুরু করতে বাধ্য হবো।
অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত রয়েছেন সংগঠনের সহ-সভাপতি মামুনূর রশিদ, সাধারণ সম্পাদক এম এ আলী, যুগ্ম সম্পাদক নাজমুল, ইমরান প্রমুখ।