সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি নববর্ষে বাড়তি একটি বোনাস ঘোষণা করেছে সরকার। প্রতি বছর বৈশাখ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ এই ভাতা পাবেন।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অষ্টম বেতন কাঠামো অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের বলেন, ‘বাংলা নববর্ষের ভাতা যোগ হয়েছে। ধর্মভিত্তিক উত্সব ভাতা আছে, কিন্তু সব ধর্মের মানুষ একই সময় একই ভাতা পাচ্ছে এটা ছিল না।এর মাধ্যমে তা পুর্ন হলো।