হাওর বার্তা ডেস্কঃ রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট-জার্মেইতে (পিএসজি) নেইমারের চলে যাওয়াটা কাতালান জায়ান্টদের ওপর বড় রকমের প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন কোচ আর্নেস্তো ভালভের্দে। শীতকালিন দলবদলের শেষ পর্যায়ে আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। যা নিয়ে পুরো বিশ্বে দারুণ তোলপাড় হয়েছিল।
২০১৬-১৭ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা যায় রিয়াল মাদ্রিদের ঘরে। সে কারণেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় দুটি শিরোপা চলে যাওয়াই এমনিতেই হতাশ বার্সা সমর্থকরা নেইমারের দলত্যাগ কোনোভাবেই মেনে নিতে পারেনি। ভালভের্দে নিজেও স্বীকার করেছেন, ঐ সময়টা বার্সেলোনার জন্য অত্যন্ত কঠিন সময় ছিল।
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এক লেখায় ভালভের্দে বলেছেন, ‘নেইমারের দলত্যাগ ক্লাবের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। এই বিষয়টি আমরা মোটেই অস্বীকার করতে পারব না। ‘
নেইমারের বিপরীতে প্রাপ্ত অর্থ বার্সা কাজে লাগিয়ে ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমানে দেম্বেলেকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে দলে ভিড়িয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে লিভারপুল থেকে কুতিনহোকে দলে নিতে মুখিয়ে আছে। যদিও থাইয়ের ইনজুরির কারণে দেম্বেলে এখনো ক্যাম্প ন্যুতে নিজেকে মেলে ধরতে পারেনি।
গত ১৬ সেপ্টেম্বর সর্বশেষ মাঠে নেমেছিলেন দেম্বেলে। তবে খুব শিগগিরই ২০ বছর বয়সী এই তারকার মাঠে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ভালভের্দে।
কাতালান বস বলেন, ‘সব বার্সা খেলোয়াড়ই ভিন্ন। দেম্বেলেও একজন ভিন্ন খেলোয়াড়। ভিন্ন ভিন্ন পজিশনে খেলার সামর্থ্য তার রয়েছে। সে খুবই দ্রুতগতির খেলোয়াড়। আমাদের দলটি অনেক বড়, বদলি খেলোয়াড়দের ওপরও আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তবে সুসংবাদ হলো দেম্বেলে ফিরে আসছে।