হাওর বার্তা ডেস্কঃ লোনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা এ বছরের আগস্টে টার্বো চার্জিং প্রযুক্তি সম্বলিত একটি ফোন বাজারে এনেছে। ফোনটির মডেল জিএস ৫ প্লাস।
এই ফোনটির বিশেষত্ব হলো এটি মাত্র ১৫ মিনিটে ফুল চার্জ হবে। ফোনটির মূল্য ৩০ হাজার টাকা।
অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ এই ফোনটিতে ডুয়েল সিম স্লট রয়েছে। ফোনটির ওজন ১৬৮ গ্রাম।
ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ২.০ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর এবং ৬৪ জিবি রম আছে।