ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরে মিডিয়াতে ব্যবসা সফল ছবির সেরা তিন নায়ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শেষ হচ্ছে ২০১৭ সাল। এরই মধ্যে পুরনো হিসাবের জের টানা শুরু হয়েছে। সারা বছরের হিসাব-নিকাশ কষে নতুন বছরকে বরণ করার আয়োজনও প্রায় শেষের পথে। এর ব্যত্যয় ঘটেনি শোবিজ অঙ্গনেও। চলচ্চিত্রপাড়ায়ও চলছে হিসাব-নিকাশ। এ বছর সর্বসাকুল্যে ৫২টি ছবি মুক্তি পেয়েছে। বছরের একেবারে শেষের দিন ‘গহীন বালুচর’ নামের আরও একটি ছবি মুক্তি পাবে।

বছরজুড়ে ছবির সংখ্যা ৫৩ হলেও প্রেক্ষাগৃহে ঘুরে ফিরে শাকিব খান, আরেফিন শুভ, বাপ্পী চৌধুরী ও সায়মনকেই দেখা গেছে। পাশাপাশি একটি করে ছবি মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরব ও ইমনের। এ নায়কদের মধ্য থেকেই এখন চলছে হিসাব-নিকাশ।

বোদ্ধামহল থেকে শুরু করে দর্শকের কাছেও এখন পর্যন্ত ব্যবাসয়িক বিচারে এ বছরের সেরা ব্যবাসাসফল ছবি শাকিব খান অভিনীত ‘নবাব’ ও আরেফিন শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’। এ ছবি দুটিই বছরের সেরা ব্যবসাসফল ছবি।

এর মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে, নবাব ছবির ব্যবসা বেশি হয়েছে। এর পরের স্থানেই রয়েছে ‘ঢাকা অ্যাটাক’। এ বছর শাকিব খানের সর্বসাকুল্যে চারটি ছবি মুক্তি পেয়েছে। নবাব ছাড়াও বাকি তিনটি ছবি হচ্ছে সত্তা, রংবাজ ও অহংকার। এর মধ্যে সত্তা অ্যাভারেজ ব্যবসা করেছে। ছবিটিতে শাকিব খানের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও বোদ্ধামহলে। কিন্তু শাকিব খানের অন্য দুটি ছবির বেলায় হিটের তকমাও জোটেনি।

এ বছর আরেফিন শুভ অভিনীত ঢাকা অ্যাটাক ছাড়াও দুটি ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ধ্যাততেরিকি’ নামের দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটি পুরোই ব্যর্থ। দর্শক টানতে পারেনি ছবি দুটি। বছর শেষে ঢাকা অ্যাটাক নিয়েই আলোচিত শুভ।

সংখ্যার বিচারে এ বছর সর্বাধিক ছবি মুক্তি পেয়েছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও সাইমন সাদিকের। এর মধ্যে বাপ্পী অভিনীত ছবিগুলো হচ্ছে মিসড কল, সুলতানা বিবিয়ানা, আপন মানুষ, দুলাভাই জিন্দাবাদ এবং সাইমন সাদিক অভিনীত ছবি হচ্ছে মায়াবিনী, তুই আমার, ১৬ আনা প্রেম, খাস জমিন। এ ছবিগুলোও ব্যবাসায়িক দিক থেকে সফল নয়। এমনকি আলোচনায়ও আসতে পারেনি। তবে শুধু বাপ্পী চৌধুরীর সুলতানা বিবিয়ানা কিছুটা আলোচনায় ছিল। টিভি নির্মাতা হিমেল আশরাফ নির্মাণ করেছিলেন ছবিটি। চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রশংসিত হয়েছেন তিনি।

সারা বছর কোনো ছবি মুক্তি না পেলেও বছরের শেষে মুক্তি পায় নিরব অভিনীত ‘গেম রিটার্নস’ ছবিটি। ছবিটি দর্শক টানতে পেরেছিল। নিরবের চলচ্চিত্র ক্যারিয়ারের সফল ছবিই এটি। ছবিটিতে নিরবের অভিনয় সব মহলেই দারুণ প্রশংসিত হয়েছে। ছবিটি হিট না হলেই মোটামুটি ব্যবসা করেছে। তাই বছরে একটি ছবি মুক্তি পেলেও ছবিটির সফলতা বছরের আলোচিত নায়ক হিসেবে নিরবের নাম উঠে আসছে।

অন্যদিকে, ইমন অভিনীত পরবাসিনী ছবিটিও মুক্তি পায়। বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর এ ছবি নিয়ে আশাবাদী থাকলেও আশাহত করেছে ইমনকে। ছবিটি দর্শক টানতে পারেনি। তাই বছর শেষে শাকিব খানকেই শীর্ষ ব্যবসায় সফল ছবির নায়কের খেতাব দিচ্ছে হিসাব-নিকাশ। এরপর আরেফিন শুভ।
আর বছরের শেষে গেম রিটার্নস দিয়ে আলোচনার টেবিলে ঝড় তুলেছেন নিরব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চলতি বছরে মিডিয়াতে ব্যবসা সফল ছবির সেরা তিন নায়ক

আপডেট টাইম : ০৩:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ শেষ হচ্ছে ২০১৭ সাল। এরই মধ্যে পুরনো হিসাবের জের টানা শুরু হয়েছে। সারা বছরের হিসাব-নিকাশ কষে নতুন বছরকে বরণ করার আয়োজনও প্রায় শেষের পথে। এর ব্যত্যয় ঘটেনি শোবিজ অঙ্গনেও। চলচ্চিত্রপাড়ায়ও চলছে হিসাব-নিকাশ। এ বছর সর্বসাকুল্যে ৫২টি ছবি মুক্তি পেয়েছে। বছরের একেবারে শেষের দিন ‘গহীন বালুচর’ নামের আরও একটি ছবি মুক্তি পাবে।

বছরজুড়ে ছবির সংখ্যা ৫৩ হলেও প্রেক্ষাগৃহে ঘুরে ফিরে শাকিব খান, আরেফিন শুভ, বাপ্পী চৌধুরী ও সায়মনকেই দেখা গেছে। পাশাপাশি একটি করে ছবি মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরব ও ইমনের। এ নায়কদের মধ্য থেকেই এখন চলছে হিসাব-নিকাশ।

বোদ্ধামহল থেকে শুরু করে দর্শকের কাছেও এখন পর্যন্ত ব্যবাসয়িক বিচারে এ বছরের সেরা ব্যবাসাসফল ছবি শাকিব খান অভিনীত ‘নবাব’ ও আরেফিন শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’। এ ছবি দুটিই বছরের সেরা ব্যবসাসফল ছবি।

এর মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে, নবাব ছবির ব্যবসা বেশি হয়েছে। এর পরের স্থানেই রয়েছে ‘ঢাকা অ্যাটাক’। এ বছর শাকিব খানের সর্বসাকুল্যে চারটি ছবি মুক্তি পেয়েছে। নবাব ছাড়াও বাকি তিনটি ছবি হচ্ছে সত্তা, রংবাজ ও অহংকার। এর মধ্যে সত্তা অ্যাভারেজ ব্যবসা করেছে। ছবিটিতে শাকিব খানের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও বোদ্ধামহলে। কিন্তু শাকিব খানের অন্য দুটি ছবির বেলায় হিটের তকমাও জোটেনি।

এ বছর আরেফিন শুভ অভিনীত ঢাকা অ্যাটাক ছাড়াও দুটি ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ধ্যাততেরিকি’ নামের দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটি পুরোই ব্যর্থ। দর্শক টানতে পারেনি ছবি দুটি। বছর শেষে ঢাকা অ্যাটাক নিয়েই আলোচিত শুভ।

সংখ্যার বিচারে এ বছর সর্বাধিক ছবি মুক্তি পেয়েছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও সাইমন সাদিকের। এর মধ্যে বাপ্পী অভিনীত ছবিগুলো হচ্ছে মিসড কল, সুলতানা বিবিয়ানা, আপন মানুষ, দুলাভাই জিন্দাবাদ এবং সাইমন সাদিক অভিনীত ছবি হচ্ছে মায়াবিনী, তুই আমার, ১৬ আনা প্রেম, খাস জমিন। এ ছবিগুলোও ব্যবাসায়িক দিক থেকে সফল নয়। এমনকি আলোচনায়ও আসতে পারেনি। তবে শুধু বাপ্পী চৌধুরীর সুলতানা বিবিয়ানা কিছুটা আলোচনায় ছিল। টিভি নির্মাতা হিমেল আশরাফ নির্মাণ করেছিলেন ছবিটি। চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রশংসিত হয়েছেন তিনি।

সারা বছর কোনো ছবি মুক্তি না পেলেও বছরের শেষে মুক্তি পায় নিরব অভিনীত ‘গেম রিটার্নস’ ছবিটি। ছবিটি দর্শক টানতে পেরেছিল। নিরবের চলচ্চিত্র ক্যারিয়ারের সফল ছবিই এটি। ছবিটিতে নিরবের অভিনয় সব মহলেই দারুণ প্রশংসিত হয়েছে। ছবিটি হিট না হলেই মোটামুটি ব্যবসা করেছে। তাই বছরে একটি ছবি মুক্তি পেলেও ছবিটির সফলতা বছরের আলোচিত নায়ক হিসেবে নিরবের নাম উঠে আসছে।

অন্যদিকে, ইমন অভিনীত পরবাসিনী ছবিটিও মুক্তি পায়। বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর এ ছবি নিয়ে আশাবাদী থাকলেও আশাহত করেছে ইমনকে। ছবিটি দর্শক টানতে পারেনি। তাই বছর শেষে শাকিব খানকেই শীর্ষ ব্যবসায় সফল ছবির নায়কের খেতাব দিচ্ছে হিসাব-নিকাশ। এরপর আরেফিন শুভ।
আর বছরের শেষে গেম রিটার্নস দিয়ে আলোচনার টেবিলে ঝড় তুলেছেন নিরব।