ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আদাজল খেয়ে কাজে নেমে পড় সফলতা আসবেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৫৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একটা কথা প্রচলিত আছে ‘যেমন আদা খেয়েসিস তেমন ঝাল বুঝ’। কিন্তু সেই কথাটা গবেষকরা ভুল প্রমাণিত করেছে। এখন আদা খেলে শুধু ঝালই পাওয়া যায় না। পাওয়া যায় বহু উপকার। এখন আমরা জেনে নেব আদাজলের গুনাগুনের কথা।

কথায় আছে, আদাজল খেয়ে কাজে নেমে পড়, সফলতা আসবেই। এমন পরামর্শ আপনিও নিশ্চয়ই অনেকবার পেয়েছেন বা দিয়েছেনও৷ এর কোনো একটা কারণ তো অবশ্যই আছে। কখনও ভেবে দেখেছেন- সেটা কী? আসুন জেনে নিই আদাপানির আসল মাহাত্ম্য-

সর্দি কাশি: শীতের শুরুতে ঠান্ডা লাগার প্রবণতা সব থেকে বেশি থাকে ৷ এ সময় সর্দি-কাশি সারাতে আদাপানি হতে পারে দারুণ দাওয়াই ৷

গ্যাসের সমস্যা: আদাপানি পেটের পক্ষেও বেশ উপকারী ৷ নিয়মিত সেবনে গ্যাসের সমস্যা কমে ৷ বমি কিংবা বমি বমি ভাব থেকে মুক্তি মেলে ৷

পানির ঘাটতি: ব্যস্ততার কারণে অনেকেরই দিনে পর্যাপ্ত পরিমান পানি পান করা হয়ে ওঠে না ৷ শরীরে পানির ঘাটতি দেখা দিলে নানা জটিলতায় পরতে পারেন ৷ আদাপানি দেহেপানির ঘাটতি পূরণে সাহায্য করে ৷

পেটের জ্বালা: অনেকেরই খাওয়া-দাওয়াও সময়ের কোনো ঠিক-ঠিকানা নেই। ফলে তারা পেটের জ্বালা সমস্যায় ভোগেন ৷ এই রোগের অব্যর্থ দাওয়া হলো আদাপানি ৷

রক্তে শর্করা: সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, আদা রক্তে শর্করার পরিমাণ কমায় ৷ যাদের ডাইবেটিসের সমস্যা আছে, তারা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আদাপানি পানের অভ্যাস করতে পারেন ৷

জীবাণু ধ্বংস: রান্না করার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ বেশি ৷ আদাপানির মাধ্যমে বহু রোগের জীবাণু ধ্বংস হয় ৷ ক্যানসারের মতো মারণ রোগ প্রতিরোধের ক্ষেত্রেও আদার জুড়ি নেই ৷

মাইগ্রেনের সমস্যা: মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রেও আদাপানির কার্যকারিতা রয়েছে ৷ এছাড়া আদা শরীরের ব্যথা কমাতেও সাহায্য করে ৷

রক্তজমাট দূর: অস্ট্রেলিয়ায় এক গবেষণায় দেখা গেছে, আদা শরীরের রক্তজমাট দূর করতে সাহায্য করে। রক্তের জীবাণু দূর করতেও এটি ওষুধ হিসেবে কাজ করে।

শরীর ফিট: শরীর ফিট ও নির্মেদ রাখার বিষয়ে যারা সচেতন, তাদের জন্যও আদাপানি উপকারী ৷ এ পানীয় নিয়মিত পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কেটে যাবে ৷

কীভাবে খাবেন?

আদার টুকরো পরিষ্কার পানিতে ভালোভাবে ধূয়ে নিন। এবার কেটে ছোট ছোট টুকরা তৈরি করুন এবং বিশুদ্ধ এক গ্রাস পানিতে আদার কয়েকটি টুকরা ভিজিয়ে রাখুন। অন্তত ৩ ঘণ্টা পর টুকরোগুলো ফেলে দিয়ে পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। তবে খুব সকালে একেবারে খালি পেটে পান না করাটা ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আদাজল খেয়ে কাজে নেমে পড় সফলতা আসবেই

আপডেট টাইম : ০৭:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ একটা কথা প্রচলিত আছে ‘যেমন আদা খেয়েসিস তেমন ঝাল বুঝ’। কিন্তু সেই কথাটা গবেষকরা ভুল প্রমাণিত করেছে। এখন আদা খেলে শুধু ঝালই পাওয়া যায় না। পাওয়া যায় বহু উপকার। এখন আমরা জেনে নেব আদাজলের গুনাগুনের কথা।

কথায় আছে, আদাজল খেয়ে কাজে নেমে পড়, সফলতা আসবেই। এমন পরামর্শ আপনিও নিশ্চয়ই অনেকবার পেয়েছেন বা দিয়েছেনও৷ এর কোনো একটা কারণ তো অবশ্যই আছে। কখনও ভেবে দেখেছেন- সেটা কী? আসুন জেনে নিই আদাপানির আসল মাহাত্ম্য-

সর্দি কাশি: শীতের শুরুতে ঠান্ডা লাগার প্রবণতা সব থেকে বেশি থাকে ৷ এ সময় সর্দি-কাশি সারাতে আদাপানি হতে পারে দারুণ দাওয়াই ৷

গ্যাসের সমস্যা: আদাপানি পেটের পক্ষেও বেশ উপকারী ৷ নিয়মিত সেবনে গ্যাসের সমস্যা কমে ৷ বমি কিংবা বমি বমি ভাব থেকে মুক্তি মেলে ৷

পানির ঘাটতি: ব্যস্ততার কারণে অনেকেরই দিনে পর্যাপ্ত পরিমান পানি পান করা হয়ে ওঠে না ৷ শরীরে পানির ঘাটতি দেখা দিলে নানা জটিলতায় পরতে পারেন ৷ আদাপানি দেহেপানির ঘাটতি পূরণে সাহায্য করে ৷

পেটের জ্বালা: অনেকেরই খাওয়া-দাওয়াও সময়ের কোনো ঠিক-ঠিকানা নেই। ফলে তারা পেটের জ্বালা সমস্যায় ভোগেন ৷ এই রোগের অব্যর্থ দাওয়া হলো আদাপানি ৷

রক্তে শর্করা: সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, আদা রক্তে শর্করার পরিমাণ কমায় ৷ যাদের ডাইবেটিসের সমস্যা আছে, তারা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আদাপানি পানের অভ্যাস করতে পারেন ৷

জীবাণু ধ্বংস: রান্না করার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ বেশি ৷ আদাপানির মাধ্যমে বহু রোগের জীবাণু ধ্বংস হয় ৷ ক্যানসারের মতো মারণ রোগ প্রতিরোধের ক্ষেত্রেও আদার জুড়ি নেই ৷

মাইগ্রেনের সমস্যা: মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রেও আদাপানির কার্যকারিতা রয়েছে ৷ এছাড়া আদা শরীরের ব্যথা কমাতেও সাহায্য করে ৷

রক্তজমাট দূর: অস্ট্রেলিয়ায় এক গবেষণায় দেখা গেছে, আদা শরীরের রক্তজমাট দূর করতে সাহায্য করে। রক্তের জীবাণু দূর করতেও এটি ওষুধ হিসেবে কাজ করে।

শরীর ফিট: শরীর ফিট ও নির্মেদ রাখার বিষয়ে যারা সচেতন, তাদের জন্যও আদাপানি উপকারী ৷ এ পানীয় নিয়মিত পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কেটে যাবে ৷

কীভাবে খাবেন?

আদার টুকরো পরিষ্কার পানিতে ভালোভাবে ধূয়ে নিন। এবার কেটে ছোট ছোট টুকরা তৈরি করুন এবং বিশুদ্ধ এক গ্রাস পানিতে আদার কয়েকটি টুকরা ভিজিয়ে রাখুন। অন্তত ৩ ঘণ্টা পর টুকরোগুলো ফেলে দিয়ে পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। তবে খুব সকালে একেবারে খালি পেটে পান না করাটা ভালো।