হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে ছোট লেজ নিয়ে জন্ম হয়েছে এক শিশুর। তবে শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার লেজের আকারও বাড়ছে। গ্রামবাসীরা কৃষ্ণ যাদব নামে ওই শিশুকে দেবতা মনে করে পূজা শুরু করেছে।
কৃষ্ণ যাদবের জন্মের সময়ই লেজের মতো ছোট এক টুকরো মাংসপিণ্ড নিয়ে জন্মায়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপিণ্ডটি একটি সত্যিকারের লেজে রুপান্তরিত হতে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ কৃষ্ণকে হিন্দু পুরাকাহিনীর চরিত্র হনুমানের সঙ্গে তুলনা করে পূজা করছে।
শুধু গ্রামবাসীই নয়, নামের ওই শিশুকে দেখার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন।
চিকিৎসকরা বলছেন, এটা খুব একটা অস্বাভাবিক নয়। বিরল একটি সমস্যার কারণে কিছু মানবশিশুর এমন লেজ হয়। তবে ছোট চিকিৎসার মাধ্যমে এ লেজ ফেলে দেওয়া হয়।
এ বিষয়ে কৃষ্ণ যাদবের বাবা রামসুন্দর যাদব বলেন, ‘আমি ভেবেছিলাম যে এটা বুঝি ঈশ্বরেরই দেয়া এবং আমার সন্তান হনুমানের অবতার হয়ে এসেছে।
কিন্তু যখন আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি, তখন তারা জানায় যে, ছোটো একটা অপারেশন করে ওই লেজ খসিয়ে দেয়া যাবে। ’
কয়েকমাস আগেই কৃষ্ণের বাবা-মা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রহস্যজনকভাবে অপারেশনের তারিখের আগেই অসুস্থ হতে শুরু করে কৃষ্ণ। প্রতিবেশি কবিতা এব্যাপারে বলেন, এটা ঈশ্বরের পক্ষ থেকে সতর্কবানী। আমরা যদি কৃষ্ণের লেজ অপসারণ করি তবে ঈশ্বর আমাদের অভিশাপ দিতে পারেন।
আর এই ঘটনা শুধু একবারই নয়, যতবারই অপারেশনের চেষ্টা করা হয় ততবারই কোনো না কোনো ঝামেলা তৈরি হচ্ছেই। কখনো টাকা পাওয়া যায় না, আবার কখনো কৃষ্ণের প্রচণ্ড জ্বর উঠে যায়। আর এ কারণে তার অস্ত্রোপচারও করা হয়নি।
সূত্র : ডেইলি মেইল