কিশোরগঞ্জ সদর উপজেলার যুব গেমসে হকি প্রতিযোগিতায়

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলায় যুব গেমসের চতুর্থ দিনে শেষ হয়েছে হকি প্রতিযোগিতা।

গত (২১ ডিসেম্বর) দিনব্যাপী পুরাতন স্টেডিয়ামে বালক এবং বালিকা উভয় লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ সদর উপজেলা।

বালকদের চার দলের প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে তাড়াইল উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কিশোরগঞ্জ সদর উপজেলা। দিনের আরেক সেমিফাইনালে হোসেনপুরকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকে কটিয়াদী উপজেলা।

কিন্তু ফাইনাল ম্যাচে সদর উপজেলার বিপক্ষে হেরে যায় তারা। ৩-০ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে সদর উপজেলা। মাসুম, শারুখ এবং পিএল করেন একটি করে গোল।

এদিকে বালিকাদের লড়াইয়েও মাঠে নামে চারটি দল। প্রথম সেমিফাইনালে অষ্টগ্রাম উপজেলার বিপক্ষে একমাত্র গোলে জিতে কটিয়াদী উপজেলা। আরেক ম্যাচে হোসেনপুরকে হারিয়ে ফাইনালে ওঠে কিশোরগঞ্জ সদর উপজেলা।

শিরোপা নির্ধারনী ম্যাচে কটিয়াদীকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। কিশোরগঞ্জ সদর উপজেলার পক্ষে খুশি ২টি এবং রাত্রি করেন একটি গোল।

প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার কামাল।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়–য়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কামরুন্নাহার হিরু, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর