হাওর বার্তা ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী রোববার (২৪ ডিসেম্বর) লড়াইয়ে নামবে দুই দল। ফাইনালের আগে কোচের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।কিভাবে বধ করা যায় ভারতকে।হয়তবা আকছেন তার ছক।
আসরে বাংলাদেশ এখনো অপরাজিত। এর আগে প্রথম তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ।হারিয়েছে ভুটান, নেপালকে ও ভারতকে।তাই আত্মবিশ্বাসটাও তুঙ্গে। ফাইনালের আগে ফেভারিট ভারতকে হারিয়েই বাড়তি জ্বালানি সঞ্চয় করে রেখেছে মনিকা-মার্জিয়ারা।
আগামী রবিবার ফাইনালে আবারও ভারতকেই পাচ্ছে স্বাগতিকরা। লিগের ম্যাচে ভারতকে হারিয়ে দল কিছুটা ফুরফুরে। তবে শেষ ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। ভারত বধের পরিকল্পনা নিয়ে শিষ্যদের সঙ্গে কাজ করে চলেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। আগের মতোই আক্রমণাত্মক ফুটবলের দিকে দৃষ্টি তার।
আজ (২২ ডিসেম্বর) অনুশীলন শেষে দলটির কোচ বলেছেন, ‘আমাদের আর একটা ম্যাচ বাকি। আর সেটা হলো ফাইনাল। ৩টা ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছি। আমাদের যে লক্ষ্য ছিল সেটা পূরণ করে ফেলেছি। নিজেদের খেলার মধ্যে থাকতে হবে। আর আমরা জয়ের জন্য নামবো। দর্শকদের আনন্দ দিবো।’
ফাইনালের আগে সঠিক ট্র্যাকে আছে খেলোয়াড়রা। এদিন সেটাই মনে করিয়ে দিলেন কোচ, ‘মেয়েরা সব কিছু সঠিকভাবে করেছে। আমাদের নিজেদের যে খেলা, সেটা নিয়েই আলাপ করেছি। এটাই গুরুত্বপূর্ণ। ফিনিশিংয়ের দিকগুলো চিন্তা করতে হচ্ছে। যাতে করে ভালো ব্যবধানে জেতা যায়। ফিনিশিং ভালো হলে আরও বড় ব্যবধানে জয় লাভ করতে পারবো।’
অধিনায়ক মারিয়া মান্ডা ফাইনাল জেতার অপেক্ষায় আছেন। অনুশীলন শেষে বলেছেন, ‘আমাদের একটা খেলা বাকি আছে। ফাইনাল জিতলে আমরা আরও বেশি উচ্ছ্বসিত হবো। স্যার আমাদের ভুলগুলো শোধরানোর জন্য কাজ করছেন। সামনের ম্যাচ নিয়ে ভাবছি। তিন ম্যাচে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে জিতবো। দর্শকরা এলে আরও উৎসাহিত হবো।’
উল্লেখ্য,ভারত এর আগে দুই ম্যাচে জিতেছিল ভুটান নেপালের বিপক্ষে। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। তারা আসরে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছিল নেপালের বিপক্ষে, ১০-০ গোলে। সেই তারাই এবার বাংলাদেশের কাছে হেরে বসল। এটি আসরে তাদের প্রথম হার। চার দলের এই টুর্নামেন্টে তিন জয়ে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট।