হাওর বার্তা ডেস্কঃ আজ রাতে স্পোর্তিং লিসবনের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। অপরদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে নেইমারের পিএসজি। গ্রুপ বি’তে দুই বড় দলেরই লড়াই আজ। পিএসজি ও বায়ার্ন মিউনিখ দুটো দলই শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করে ফেলায় অ্যালিয়েঞ্জ অ্যারিনায় লড়াই গ্রুপ শীর্ষে শেষ করার।
প্রথম ম্যাচে বায়ার্নকে ৩-০ হারিয়েছে নেইমারের পিএসজি। বুন্দেশলিগার দলকে গ্রুপ শীর্ষে শেষ করতে হলে অন্ততপক্ষে চার গোলে জিততে হবে।
এদিকে, নেইমারের শীর্ষে ওঠার রাতে আবার জোড় সমস্যা মাথায় নিয়ে মাঠে নামছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো ক্লাব স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে মাঠের বাইরে নানা সমস্যায় আক্রান্ত বার্সা মহাতারকা।
এক দিকে ভাই মাতিয়াস। অন্য দিকে আর্জেন্টিার দুষ্কৃতী দল। এই জোড়া সমস্যার মুখে এখন দুঃশ্চিন্তায় এই বার্সা তারকা। বেআইনি ভাবে নিজের কাছে পিস্তল রাখার অভিযোগ উঠেছে মেসির ভাই মাতিয়াসের বিরুদ্ধে।
যদি অভিযোগ প্রমাণিত হয়, তা হলে সাড়ে তিন থেকে আট বছর পর্যন্ত জেল হতে পারে তার। এর মধ্যে আবার আর্জেন্টিায় মেসির মূর্তি ভেঙে এক দল দুষ্কৃতিকারী।
মাঠের বাইরের সমস্যার সঙ্গে সঙ্গে মাঠের ভিতরের সমস্যার মুখে পড়তে হতে পারে মেসিকে। কারণ বার্সেলোনার নির্ভরযোগ্য মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তার চোট। স্যামুয়েল উমতিতিরও চোট। দুই নির্ভরযোগ্য ফুটবলারের অনুপস্থিতি বেশ চিন্তায় ফেলেছে আর্নেস্টো ভালভার্দের দলকে।
পাঁচ ম্যাচে ১১ পয়েন্টে নিয়ে গ্রুপ ‘ডি’-র শীর্ষস্থানে রয়েছেন সুয়ারেজ-মেসিরা। একই সংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্ট স্পোর্টিং লিসবনের। ফেভারিট হলেও মাঠের ভেতরে ও বাইরের চাপ সামলে তাই রোনাদোর সাবেক ক্লাবের বিরুদ্ধে নামতে হবে ফুটবল সম্রাটকে।
ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বেসিকতাস, চেলসি, ম্যানচেস্টার সিটি, পিএসজি, টটেনহ্যাম হটস্পার। নক আউটের বাকি আটটা জায়গায় জন্য এবার লড়াই ১৪টা দলের।