হাওর বার্তা ডেস্কঃ বিপিএলের পঞ্চম আসরে ব্যাটিংয়ে বিদেশিদের দাপট থাকলেও বোলিংয়ে একচেটিয়া আধিপত্য দেশি বোলারদের। শীর্ষ দশ উইকেট শিকারী বোলারের মধ্যে ৮ জনই বাংলাদেশি।
উইকেট শিকারে আবু জায়েদ রাহিকে হঠিয়ে শীর্ষ স্থান দখল করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের উইকেট সংখ্যা ১৭। আর ১৬ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে চলে গেছেন রাহি। ১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন কুমিল্লার সাইফুদ্দিন। আর সমান ১৩ উইকেট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে মাশরাফি মর্তুজা ও তাসকিন আহমেদ।
ছয়ে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। (১২)। তবে আবু হায়দার রনি ও শফিউল ইসলামের উইকেট সংখ্যাও ১২ কিন্তু রান দেওয়ার গড়ে পিছিয়ে থাকায় যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে তাদের অবস্থান।
আর সমান ১১টি উইকেট শিকার করে যথাক্রমে নয় ও দশে মোহাম্মদ সামি ও নাসির হোসেন।