হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরে শুরু হয়েছে আগাম ফুলকপি চাষ। অনুকূল আবহাওয়া ও অত্যাধুনিক পদ্ধতিতে চাষ হওয়ায় এবার দিনাজপুরে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। দিনাজপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন আগাম শীতকালীন সবজি ফুলকপির সমারোহ। ফুলকপির পরিচর্যা ও উত্তোলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক।
মার্বেল, হোয়াইট ও লিনজাসহ বিভিন্ন উচ্চফলনশীল আগাম জাতের ফুলকপি চাষ হচ্ছে এ অঞ্চলে। ফুলকপি চাষ করে প্রতি বিঘা জমিতে কৃষক লাভ করছেন ৮০ হাজার থেকে এক লাখ টাকা। জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত ফুলকপি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।
জেলার ১৩ উপজেলায় এবার ১৭ হাজার তিনশ’ ৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্য নির্ধারণ করেছিলো কৃষি বিভাগ। এর মধ্যে আগামজাতের ফুলকপি চাষ হয়েছে পাঁচশ’ হেক্টর জমিতে।
কৃষক বালাইনাশক পদ্ধতিতে সেক্স ফেরোমন ফাঁদ বসিয়ে বিষমুক্ত ফুলকপি চাষ করছেন।