প্রখর রোদে চামড়া পুড়ে গেলেও ছাতা ব্যবহারে উদাসীন অনেকেই। তবে ব্যস্ত জীবনে হঠাৎ বৃষ্টিতে উদাস হওয়ার সুযোগ কোথায়! তাই বৃষ্টির দিন এলেই পুরানো ছাতার কথা মনে পড়ে।
বর্তমানে তিন ধরনের ছাতা পাওয়া যাচ্ছে বাজারে। ‘টু ফোল্ড’, ‘থ্রি ফোল্ড’ এবং লম্বা শিকের বড় ছাতা। আকারে ছোট হওয়ার কারণে ‘থ্রি ফোল্ড’য়ের ছাতার চাহিদাই বেশি। বিশেষ করে মহিলা ক্রেতাদের মধ্যে এই ছাতাগুলোর চাহিদা বেশি। মানভেদে ছাতাগুলোর দাম পড়বে আড়াইশ থেকে পাঁচশ টাকা।
টু ফোল্ড’য়ের ছাতাগুলো বেশি কেনে ছেলেরা। দাম তিনশ থেকে সাড়ে পাঁচশ টাকা।
বাংলাদেশে ছাতার ব্র্যান্ডের মধ্যে আছে শংকর, অ্যাটলাস, ফারুক, সারোয়ার, ফিলিপস, তোফায়েল ইত্যাদি। তবে এই প্রতিষ্ঠানগুলো নিজেরা কোনো ছাতা তৈরি করেনা। বেশিরভাগই চীন থেকে আমদানি করে থাকে।