হাওর বার্তা ডেস্কঃ দুই দিন পেরিয়ে গেছে। এখনও লিওনেল মেসির গোলটা নিয়ে বিতর্ক থামেনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র হওয়া ম্যাচে বার্সা তারকার একটি গোল গোললাইন অতিক্রম করে ফেলেছিল, কিন্তু রেফারি সেটি দেখেনইনি। বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দের এখনও সেই গোলের আফসোস কাটছে না।
যদিও ভালভার্দে স্বীকার করলেন, বল গোললাইন অতিক্রম করেছে কিনা, তিনি নিজেও তা দেখেননি। তবে মাঠের সব দর্শকই গোলটা দেখেছে, দাবি তার, ‘আমি যে জায়গায় ছিলাম, সেখান থেকে বলটা অতিক্রম করেছে কিনা দেখা সম্ভব নয়। আমি দেখেছি উদযাপন করতে (মেসিকে)। মাঠে ৪০ হাজার মানুষ ছিল, যারা দেখেছে এটা গোল।
হাস্যকর ব্যাপার হলো, পরিষ্কার বিষয়টাও রেফারি দেখতে পেলেন না। এমন একটি ম্যাচে যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রতি বছর এমন দুই একটা ঘটনা পরে মহাগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। প্রযুক্তি ব্যবহার না করার বিষয়টিকে তাই নেতিবাচক হিসেবেই দেখছেন ভালভার্দে। যদিও রেফারিং করা সহজ নয়, এমনটাও মানছেন বার্সা কোচ, ‘প্রতি বছরই এমন ঘটনা ঘটছে, যেটা পরে নির্ধারক হয়ে দাঁড়াচ্ছে। প্রযুক্তি ব্যবহার করছি না আমরা, ব্যাপারটা অদ্ভূত। তবে স্পেনে রেফারিং ভালো। এটা কঠিন কাজ। আমি হলে কখনও করতাম না।’
বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ, বাজে রেফারিংয়ে কি কারো প্রতি অন্যায় করা হচ্ছে? বার্সা কোচ এমন অভিযোগও মানতে নারাজ। তিনি বলেন, ‘সবারই অভিযোগ করার অধিকার আছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা অন্য দলের মধ্যে আমি পার্থক্য দেখি না।’