ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে অনুসরণ করছেন না স্বদেশি দিবালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ সব জল্পনা-কল্পনার ইতি টেনে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। গেলো শনিবার তাতে সই করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, তার রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো। যা গেলো মেয়াদের চেয়ে প্রায় দ্বিগুণ।

এরপরই গুঞ্জন ছড়িয়েছিল, মেসির নতুন চুক্তিতে অনুপ্রাণিত হয়ে রিলিজ ক্লজ বাড়ানোর দাবি জানাবেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা। তবে আপাতত স্বদেশী সতীর্থের পথে হাঁটছেন না তিনি। এখনই ক্লাবের সঙ্গে নিজেকে নিয়ে দর কষাকষিতে যাচ্ছেন না গায়ে ‘পরবর্তী মেসির’ তকমা সেঁটে যাওয়া এ আর্জেন্টাইন ফুটবল সেনসেশন।

জুভেন্টাস প্রধান নির্বাহী গুইসেপে মারোত্তা জানান, ‘মেসির পদাঙ্ক অনুসরণ করছেন না দিবালা। আমরাও বার্সেলোনার পথে হাঁটছি না। তার বাই আউট ক্লজ বাড়াচ্ছি না।’

অদূর ভবিষ্যতে বাড়ালে তা ভেবেচিন্তেই বাড়ানো হবে। এর পেছনে তুরিনের বুড়িদের বসের ব্যাখ্যা, ‘বার্সেলোনা নেইমারের বাই আউট ক্লজ নির্ধারণ করেছিল ২২২ মিলিয়ন ইউরো। তবু তাকে ধরে রাখতে পারেনি কাতালানরা। সেই পরিমাণ অর্থই গচ্চা দিয়ে তাকে দলে ভিড়িয়েছে পিএসজি। তাই একটু সময় নিয়েই ওর রিলিজ ক্লজ নির্ধারণ করা হবে।’

শোনা যাচ্ছে, দিবালাকে দলে ভেড়াতে দেনদরবার চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। আগামী মৌসুমে মেসির সঙ্গে তাকে জুটি হিসেবে দেখতে মরিয়া বার্সা কর্তৃপক্ষ। এমনকি জানুয়ারিতে দলবদলের মৌসুমে টানতে বিশ্বের অন্য নামীদামি ক্লাবগুলোও জুভিদের তারকার ওপর পাখির চোখ করে রেখেছে।

মারোত্তা বলেন, ‘তবু আমরা দিবালার বাই আউট ক্লজ এখন বাড়াব না। কারণ, একজন খেলোয়াড় কোথাও যেতে চাইলে তাকে আটকানো যায় না। কোথাও বেশি সুযোগ-সুবিধা পেলে, ক্যারিয়ারের জন্য ভালো মনে হলে সে ওখানে যাবেই।’

সময়টা দারুণ কাটছে দিবালার। চলতি মৌসুমে সিরি আয় ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, সহায়তা করেছেন ২ গোলে। ২০১৫ সালে পালের্মো থেকে জুভেন্টাসে যোগ দেন তরুণ সেনসেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মেসিকে অনুসরণ করছেন না স্বদেশি দিবালা

আপডেট টাইম : ০৩:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ সব জল্পনা-কল্পনার ইতি টেনে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। গেলো শনিবার তাতে সই করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, তার রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো। যা গেলো মেয়াদের চেয়ে প্রায় দ্বিগুণ।

এরপরই গুঞ্জন ছড়িয়েছিল, মেসির নতুন চুক্তিতে অনুপ্রাণিত হয়ে রিলিজ ক্লজ বাড়ানোর দাবি জানাবেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা। তবে আপাতত স্বদেশী সতীর্থের পথে হাঁটছেন না তিনি। এখনই ক্লাবের সঙ্গে নিজেকে নিয়ে দর কষাকষিতে যাচ্ছেন না গায়ে ‘পরবর্তী মেসির’ তকমা সেঁটে যাওয়া এ আর্জেন্টাইন ফুটবল সেনসেশন।

জুভেন্টাস প্রধান নির্বাহী গুইসেপে মারোত্তা জানান, ‘মেসির পদাঙ্ক অনুসরণ করছেন না দিবালা। আমরাও বার্সেলোনার পথে হাঁটছি না। তার বাই আউট ক্লজ বাড়াচ্ছি না।’

অদূর ভবিষ্যতে বাড়ালে তা ভেবেচিন্তেই বাড়ানো হবে। এর পেছনে তুরিনের বুড়িদের বসের ব্যাখ্যা, ‘বার্সেলোনা নেইমারের বাই আউট ক্লজ নির্ধারণ করেছিল ২২২ মিলিয়ন ইউরো। তবু তাকে ধরে রাখতে পারেনি কাতালানরা। সেই পরিমাণ অর্থই গচ্চা দিয়ে তাকে দলে ভিড়িয়েছে পিএসজি। তাই একটু সময় নিয়েই ওর রিলিজ ক্লজ নির্ধারণ করা হবে।’

শোনা যাচ্ছে, দিবালাকে দলে ভেড়াতে দেনদরবার চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। আগামী মৌসুমে মেসির সঙ্গে তাকে জুটি হিসেবে দেখতে মরিয়া বার্সা কর্তৃপক্ষ। এমনকি জানুয়ারিতে দলবদলের মৌসুমে টানতে বিশ্বের অন্য নামীদামি ক্লাবগুলোও জুভিদের তারকার ওপর পাখির চোখ করে রেখেছে।

মারোত্তা বলেন, ‘তবু আমরা দিবালার বাই আউট ক্লজ এখন বাড়াব না। কারণ, একজন খেলোয়াড় কোথাও যেতে চাইলে তাকে আটকানো যায় না। কোথাও বেশি সুযোগ-সুবিধা পেলে, ক্যারিয়ারের জন্য ভালো মনে হলে সে ওখানে যাবেই।’

সময়টা দারুণ কাটছে দিবালার। চলতি মৌসুমে সিরি আয় ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, সহায়তা করেছেন ২ গোলে। ২০১৫ সালে পালের্মো থেকে জুভেন্টাসে যোগ দেন তরুণ সেনসেশন।