ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেসির জন্য রিলিজ ক্লজ যেজন্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বার্সেলোনার পরিচালক গুইলার্মো আমোর বলেছেন, নেইমারের বিদায়ের কস্ট থেকে শিক্ষা নিয়েই বার্সেলোনার প্রয়োজন ছিল ক্লাবে মেসির সুরক্ষা। এজন্যই রিলিজ ক্লজটি (তার সঙ্গে চুক্তিতে) জুড়ে দেয়া হয়েছে।

আর্জেন্টাইন সুপার স্টার মেসি গত শনিবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সম্বলিত এই চুক্তির ফলে ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবে মেসির অবস্থান নিশ্চিত হলো।

এর আগে রিলিজ ক্লজের টাকা পরিশোধ করে গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে বার্সা থেকে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন নেইমার। বর্তমানে কাতালান ক্লাবের প্রথম দলটির প্রাতিষ্ঠানিক ও স্পোর্টিং রিলেশন্সের দায়িত্ব পালনকারী আমোর বলেন, নেইমারের দলত্যাগের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়েছেন।

গতকাল ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে বার্সেলোনা ড্র করার পর আমোর বলেন, ‘আমরা কখনো নার্ভাস ছিলাম না। লিওনোল মেসি সব সময় বার্সেলোনায় খুশিতেই কাটিয়েছেন। তার ইচ্ছা মোতাবেক আমরা এখান থেকেই তাকে অবসরে পাঠাতে চাই। বারবার আমাদেরকে ক্লজ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। নেইমারের অভিজ্ঞতার কারণে আমরা অবশ্যই নিজেদের সুরক্ষার চেষ্টা করব।’

মোনাকোকে হারিয়ে ৯ পয়েন্টের ব্যবধানে পিএসজি

এডিনসন কাভানি ও নেইমারের গোলে শিরোপা প্রতিদ্বন্দ্বি মোনাকোকে ২-১ গোলে পরাজিত করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গতকাল অনুষ্ঠিত লীগ ওয়ানে এ জয়ের ফলে ৯ পয়েন্টের ব্যবধান রচনা করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে প্যারিসের জায়ান্টরা।

দলের এই জয়ের ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টিনএজ তারকা কিলিয়ান এমবাপে। ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়া এই উদীয়মান তারকা বেশ কটি নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।

গত রোববারের খেলা শেষে ১৪ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা। বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে উনাই এমেরির শিষ্যরা। খেলা শেষে পিএসজির এই কোচ বলেন,‘ আমরা চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়লাভ করেছি। এটি ভাল একটি দিক। তবে আমাদের আরো উন্নতি করতে হবে এবং একই ধারায় কাজ চালিয়ে যেতে হবে।’

ম্যাচের ১৯তম মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কাভানি। জুলয়িান ড্রাক্সলারের কাট ব্যাক থেকে বল পেয়ে গোলটি করেন কাভানি (০-১)। এটি ছিল লীগে তার ১৬তম এবং সবগুলো প্রতিযোগিতায় চলতি মৌসুমে ২২তম গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিসেজিকে দ্বিগুন ব্যধানে পৌছে দেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার।

সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়ন্স লীগে সেলটিককে ৭-১ গোলে হারানোর প্রেরনাদানকারী নেইমার বেশ ঠান্ডা মাথায় মোনাকোর গোল রক্ষক ড্যানিজেল সুবাসিককে ধোকা দিয়ে বল জালে পাঠান (০-২)। খেলার শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে স্বাগতিক দলের হয়ে একটি গোল পরিশোধ করেন মোনাকোর পুর্তগীজ মিডফিল্ডার জোয়াও মটিনহো (১-২)। তবে জোর প্রচেস্টা চালিয়েও এরপর সমতায় ফিরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

খেলা শেষে মোনাকোর মিডফিল্ডার ফ্যাবিনহো বলেন,‘ দারুন মান সম্পন্ন এই দলটির বিপক্ষে লড়াই করাটা বেশ কঠিন ছিল।’ পিএসজির মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিয়ট বলেন,‘ মারকো (ভিরাট্টি) ও (জুলিয়ান) ড্রক্সলারের কারণে মধ্যমাঠ বেশ ভাল করছে।’

এর আগে অনুষ্ঠিত লীগের আরেক ম্যাচে মেমফিস ডিপের জোড়া গোলে ভর করে লিয়ঁ ৫-০ গোলে হারিয়েছে নিসকে। এই জয় দলটিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌছে দিয়েছে। এদিকে ফরাসি ফরোয়ার্ড ফ্লোরিয়ান থাওভিনের প্রথমার্ধের একমাত্র গোলে মার্সেই ১-০ গোলে গুইনগ্যাম্পকে পরাজিত করেছে। এই জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ চার অক্ষুন্ন রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেসির জন্য রিলিজ ক্লজ যেজন্য

আপডেট টাইম : ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ বার্সেলোনার পরিচালক গুইলার্মো আমোর বলেছেন, নেইমারের বিদায়ের কস্ট থেকে শিক্ষা নিয়েই বার্সেলোনার প্রয়োজন ছিল ক্লাবে মেসির সুরক্ষা। এজন্যই রিলিজ ক্লজটি (তার সঙ্গে চুক্তিতে) জুড়ে দেয়া হয়েছে।

আর্জেন্টাইন সুপার স্টার মেসি গত শনিবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সম্বলিত এই চুক্তির ফলে ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবে মেসির অবস্থান নিশ্চিত হলো।

এর আগে রিলিজ ক্লজের টাকা পরিশোধ করে গত আগস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে বার্সা থেকে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন নেইমার। বর্তমানে কাতালান ক্লাবের প্রথম দলটির প্রাতিষ্ঠানিক ও স্পোর্টিং রিলেশন্সের দায়িত্ব পালনকারী আমোর বলেন, নেইমারের দলত্যাগের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়েছেন।

গতকাল ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে বার্সেলোনা ড্র করার পর আমোর বলেন, ‘আমরা কখনো নার্ভাস ছিলাম না। লিওনোল মেসি সব সময় বার্সেলোনায় খুশিতেই কাটিয়েছেন। তার ইচ্ছা মোতাবেক আমরা এখান থেকেই তাকে অবসরে পাঠাতে চাই। বারবার আমাদেরকে ক্লজ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। নেইমারের অভিজ্ঞতার কারণে আমরা অবশ্যই নিজেদের সুরক্ষার চেষ্টা করব।’

মোনাকোকে হারিয়ে ৯ পয়েন্টের ব্যবধানে পিএসজি

এডিনসন কাভানি ও নেইমারের গোলে শিরোপা প্রতিদ্বন্দ্বি মোনাকোকে ২-১ গোলে পরাজিত করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গতকাল অনুষ্ঠিত লীগ ওয়ানে এ জয়ের ফলে ৯ পয়েন্টের ব্যবধান রচনা করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে প্যারিসের জায়ান্টরা।

দলের এই জয়ের ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টিনএজ তারকা কিলিয়ান এমবাপে। ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়া এই উদীয়মান তারকা বেশ কটি নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।

গত রোববারের খেলা শেষে ১৪ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা। বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে উনাই এমেরির শিষ্যরা। খেলা শেষে পিএসজির এই কোচ বলেন,‘ আমরা চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়লাভ করেছি। এটি ভাল একটি দিক। তবে আমাদের আরো উন্নতি করতে হবে এবং একই ধারায় কাজ চালিয়ে যেতে হবে।’

ম্যাচের ১৯তম মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কাভানি। জুলয়িান ড্রাক্সলারের কাট ব্যাক থেকে বল পেয়ে গোলটি করেন কাভানি (০-১)। এটি ছিল লীগে তার ১৬তম এবং সবগুলো প্রতিযোগিতায় চলতি মৌসুমে ২২তম গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিসেজিকে দ্বিগুন ব্যধানে পৌছে দেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার।

সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়ন্স লীগে সেলটিককে ৭-১ গোলে হারানোর প্রেরনাদানকারী নেইমার বেশ ঠান্ডা মাথায় মোনাকোর গোল রক্ষক ড্যানিজেল সুবাসিককে ধোকা দিয়ে বল জালে পাঠান (০-২)। খেলার শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে স্বাগতিক দলের হয়ে একটি গোল পরিশোধ করেন মোনাকোর পুর্তগীজ মিডফিল্ডার জোয়াও মটিনহো (১-২)। তবে জোর প্রচেস্টা চালিয়েও এরপর সমতায় ফিরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

খেলা শেষে মোনাকোর মিডফিল্ডার ফ্যাবিনহো বলেন,‘ দারুন মান সম্পন্ন এই দলটির বিপক্ষে লড়াই করাটা বেশ কঠিন ছিল।’ পিএসজির মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিয়ট বলেন,‘ মারকো (ভিরাট্টি) ও (জুলিয়ান) ড্রক্সলারের কারণে মধ্যমাঠ বেশ ভাল করছে।’

এর আগে অনুষ্ঠিত লীগের আরেক ম্যাচে মেমফিস ডিপের জোড়া গোলে ভর করে লিয়ঁ ৫-০ গোলে হারিয়েছে নিসকে। এই জয় দলটিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌছে দিয়েছে। এদিকে ফরাসি ফরোয়ার্ড ফ্লোরিয়ান থাওভিনের প্রথমার্ধের একমাত্র গোলে মার্সেই ১-০ গোলে গুইনগ্যাম্পকে পরাজিত করেছে। এই জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ চার অক্ষুন্ন রেখেছে।