ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ তৌসিফ মাহবুব ও তানজিন তিশা এই সময়ে ছোটপর্দার প্রিয় মুখ। এর আগে তারা জুটি বেঁধে সুখের লটারি, রেডিও জকির ভালোবাসা, প্রেম মহাব্বত, পেইন ইত্যাদি নাটকগুলোতে অভিনয় করেছেন। সম্প্রতি এই দুই তারকা অভিনয় করলেন ‘মনজুড়ে’ শিরোনামের আরো একটি নাটকে।

এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক, পাশাপাশি মূল ভাবনায় ছিলেন জাফরিন সাদিয়া। গাজীপুরের ভাদুমবাজারে কিছুদিন আগে ‘মনজুড়ে’র শুটিং হয়েছে। ‘মনজুড়ে’ নাটকে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন সাগর চরিত্রে। জাগো নিউজকে তিনি বলেন, ‘আশির দশকে রাজ্জাক-কবরী যে ধারার সিনেমায় অভিনয় করতেন, সেই ফ্লেভারে ‘মনজুড়ে’ নাটকটি নির্মিত হয়েছে। যেখানে আমাকে রাজ্জাক ও তিশাকে কবরীর মতো লাগবে। গল্পটা একেবারেই ক্লাসিক এবং ফিল্মি গল্প। তাছাড়া নাটকে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে। আমার কাছে খুব মজা লেখেছে কাজটি করে।’

তাহজিন তিশা বলেন, ‘এই নাটকে আমি একেবারেই অন্য এক তানজিন তিশা। যেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। আর তৌসিফের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। সবমিলিয়ে চমৎকার একটি কাজ ‘মনজুড়ে’। সবাইকে নাটকটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

গল্প ভাবনা, চিত্রনাট্যের পাশাপাশি ‘মনজুড়ে’ নাটকটি প্রযোজনা করেছেন জাফরিন সাদিয়া। তিনি বললেন, ‘সবসময় দর্শকদের চাহিদাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। সেভাবে এই নাটকের গল্প সাজানো হয়েছে। আমার বিশ্বাস ড্রয়িং রুমের দর্শকরা ‘মনজুড়ে’তে তাদের তাদের প্রত্যাশিত গল্প খুঁজে পাবেন।’

তৌসিফ-তানজিন ছাড়াও নাটকে অভিনয় করেছেন তালহা খান, কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, সামির, হৃদিতা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনজুড়ে’ প্রচার হবে যে কোনো একটি বেসরকারি চ্যানেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা

আপডেট টাইম : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ তৌসিফ মাহবুব ও তানজিন তিশা এই সময়ে ছোটপর্দার প্রিয় মুখ। এর আগে তারা জুটি বেঁধে সুখের লটারি, রেডিও জকির ভালোবাসা, প্রেম মহাব্বত, পেইন ইত্যাদি নাটকগুলোতে অভিনয় করেছেন। সম্প্রতি এই দুই তারকা অভিনয় করলেন ‘মনজুড়ে’ শিরোনামের আরো একটি নাটকে।

এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক, পাশাপাশি মূল ভাবনায় ছিলেন জাফরিন সাদিয়া। গাজীপুরের ভাদুমবাজারে কিছুদিন আগে ‘মনজুড়ে’র শুটিং হয়েছে। ‘মনজুড়ে’ নাটকে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন সাগর চরিত্রে। জাগো নিউজকে তিনি বলেন, ‘আশির দশকে রাজ্জাক-কবরী যে ধারার সিনেমায় অভিনয় করতেন, সেই ফ্লেভারে ‘মনজুড়ে’ নাটকটি নির্মিত হয়েছে। যেখানে আমাকে রাজ্জাক ও তিশাকে কবরীর মতো লাগবে। গল্পটা একেবারেই ক্লাসিক এবং ফিল্মি গল্প। তাছাড়া নাটকে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে। আমার কাছে খুব মজা লেখেছে কাজটি করে।’

তাহজিন তিশা বলেন, ‘এই নাটকে আমি একেবারেই অন্য এক তানজিন তিশা। যেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। আর তৌসিফের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। সবমিলিয়ে চমৎকার একটি কাজ ‘মনজুড়ে’। সবাইকে নাটকটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

গল্প ভাবনা, চিত্রনাট্যের পাশাপাশি ‘মনজুড়ে’ নাটকটি প্রযোজনা করেছেন জাফরিন সাদিয়া। তিনি বললেন, ‘সবসময় দর্শকদের চাহিদাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। সেভাবে এই নাটকের গল্প সাজানো হয়েছে। আমার বিশ্বাস ড্রয়িং রুমের দর্শকরা ‘মনজুড়ে’তে তাদের তাদের প্রত্যাশিত গল্প খুঁজে পাবেন।’

তৌসিফ-তানজিন ছাড়াও নাটকে অভিনয় করেছেন তালহা খান, কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, সামির, হৃদিতা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনজুড়ে’ প্রচার হবে যে কোনো একটি বেসরকারি চ্যানেলে।