হাওর বার্তা ডেস্কঃ মাদরাসা বোর্ডের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে জঙ্গিবাদী লেখা সন্নিবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) মাদরাসা ইউনিট।
আজ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর যথাযথ ও ত্বরিত হস্তক্ষেপে বিতর্কিত এসব পুস্তক প্রত্যাহার ও সংশোধন করে পুনঃপ্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে মাদরাসার বিভিন্ন শ্রেণির বিতর্কিত পাঠ্যপুস্তকের লেখক, সম্পাদকসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি যারা প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে এসব বই ছাপিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের দাবি জানানো হয়।
এছাড়া মাদরাসা বোর্ড এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধবিরোধীদের সিন্ডিকেট ও বোর্ডের গুরুত্বপূর্ণ পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, ধর্মান্ধ সাম্প্রদায়িক একটি চক্র অত্যন্ত কৌশলে মাদরাসার পাঠ্যপুস্তকে অপ্রাসঙ্গিক বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে আগামী নির্বাচনে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ষড়যন্ত্র করেছিল। পাশাপাশি কোমলমতি শিশুদের জঙ্গিবাদে আকৃষ্ট করার জন্য এসব অপ্রাসঙ্গিক বিষয় পাঠ্যপুস্তকে সন্নিবেশন করেছিল।
স্বাশিপের মাদরাসা ইউনিটের আহ্বায়ক আবু নাঈম মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাশিপের মাদরাসা ইউনিটের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা কাজী জহিরুল ইসলাম, স্বাশিপের সহ-সভাপতি অধ্যাপক মো. সাজিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না, হরিচাঁদ মণ্ডল সুমন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, মাদরাসা ইউনিটের যুগ্ম আহ্বায়ক মাওলানা আ. রাজ্জাক জেহাদী, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।