হাওর বার্তা ডেস্কঃ নির্যাতনের মুখেমিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখার জন্য বাংলাদেশি নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের সাফল্য তুলে ধরুন।
আমরা যাতে দ্রুত মিয়ানমাররের নাগরিক রোহিঙ্গাদের ফেরাতে পারি সেজন্য ভূমিকা রাখবেন। সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরীতা নয়- আমরা এই নীতিতে সবার সঙ্গে সুসর্ম্পক রাখতে হবে।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দূত সম্মেলনে তিনি একথা বলেন। ‘মানুষ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক ৩ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের ৫৮টি দেশের কূটনীতিকরা অংশ নিয়েছেন।
প্রথমবারের মতো বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিদের নিয়ে এ দূত সম্মেলনের আয়োজন করেছে
কূটনীতিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের কখনই কোনো সমস্যা ছিল না। তবে এই ইস্যুতে সৃষ্ট সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্বের কাছ থেকে কূটনৈতিক সহায়তা পেয়েছে। আমি মনে করি, বাংলাদেশ এর আগে এত বিশাল কূটনৈতিক সফলতা অর্জন করেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। আমরা নিজের দেশের মানুষের ভাগ্যের যেমন উন্নয়ন করতে চাই, তেমনই প্রতিবেশী দেশগুলোর মানুষেরও।
সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, তবেই উন্নয়ন তরান্বিত হবে।
কূটনৈতিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। কিভাবে দেশে আরও বিনিয়োগ বাড়ানো যায় তাও দেখতে হবে।