হাওর বার্তা ডেস্কঃ আমার বাবার জীবদ্দশায় তাঁকে নিয়ে যখন অপমানজনক কথা চালাচালি হচ্ছিল তখন যারা না শোনার ভান করে নিশ্চুপ ছিলেন, আজ তাদের উক্তি নিয়ে জনাব ছটকু আহমেদ নায়করাজের জীবনী লিখছেন। ভালো প্রজেক্ট হাতে নিয়েছেন ছটকু সাহেব। তখন আপনার কলম কালিহীন ছিল তাই একটুও প্রতিবাদ করতে পারেননি। আজ জীবনী লিখছেন বইমেলায় ব্যবসা হবে বলে ? ক্ষান্ত হন, ক্ষান্ত হন, আমি মরে যাইনি। গতকাল রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদের ওপর এভাবেই নিজের ক্ষোভ ঝাড়েন নায়করাজের বড় ছেলে অভিনেতা বাপ্পারাজ।
ঘটনা হচ্ছে, নায়ক রাজরাজ্জাকের জীবনী নিয়ে বই লিখছেন পরিচালক ছটকু আহমেদ। আগামী ফেব্রুয়ারিতে বইটি বাজারে আনবে বিপিএল প্রকাশনী। বইটির নামকরণ করা হয়েছে ‘নায়করাজ রাজ্জাক : টালিগঞ্জ থেকে ঢালিউড’। আগামী বছরের জানুয়ারিতেই বইটি প্রকাশ করা হবে।
আর এই বিষয়টিতেই আপত্তি জানিয়েছেন নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ। বুধবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই আপত্তির কথাই জানিয়েছেন এক সময়ের সাড়া জাগানো এ নায়ক।
অন্যদিকে গণমাধ্যমকে পরিচালক ছটকু আহমেদ জানিয়েছেন, তাঁর কাছে নায়করাজের জীবনী লেখার অনুমতিপত্র রয়েছে। নায়ক রাজ্জাকই নাকি তাকে বই লিখতে বলেছিলেন। নায়করাজের সঙ্গে সকল কথার ভিডিও তার কাছে আছে বলে দাবি করেন তিনি। তাছাড়া রাজরাজ্জাক স্বাক্ষরিত একটি অনুমতিপত্রও নাতি তার কাছে রয়েছে।
ছটকু আহমেদ জানান, ‘আসলে এগুলো কিছুই নয়। নায়ক রাজরাজ্জাককে নিয়ে ভালো কিছুই লিখতে চাচ্ছি। তাকে নিয়ে ভুল কিছু কেন লিখব? লেখার পর বাপ্পারাজসহ ওদের পরিবাবের সবাইকে দেখাব। ওদের না দেখিয়ে কেন প্রকাশ করবো ?’ এ ব্যাপারে তিনি ঘুরে ঘুরে বিভিন্নজনের মন্তব্য নিচ্ছেন বলেও জানান ছটকু আহমেদ।