ধানমণ্ডিস্থ এক সরকারি সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। তার বিরুদ্ধে আসা এই অভিযোগ অনুসন্ধানে কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, রাজধানীর ৫ গ্রিন স্কয়ারের ধানমণ্ডিস্থ সরকারি (পরিত্যক্ত) সম্পত্তি দখল করে ফ্ল্যাটবাড়ি নির্মাণ করেছেন হাজী সেলিম, এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি দুদকের অনুসন্ধানে। তাই দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের এক বৈঠকে তার বিরুদ্ধে অভিযোগটি নথিভুক্তির (অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল সোমবার দুদক সচিব মো. মাকসুদুল হাসান স্বাক্ষরিত এক আদেশনামাও জারি করেন।
এর মাধ্যমে প্রায় দুই বছরের অনুসন্ধান শেষে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ থেকে মুক্তি পেলেন স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম।