হাওর বার্তা ডেস্কঃ রেকর্ড পরিমাণ দল বদল ফি-তে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার দ্য সিলভা। এতো দামে নেইমারকে দলে ভেড়ানোর পেছনে পিএসজির মূল লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। নেইমারও ইতিমধ্যে সেই লক্ষ্যকে নিজের মধ্যে ধারণ করেছেন। তাইতো তার স্বপ্নের একটি হয়ে উঠেছে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। সেটা জেতার পর আসন্ন রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা উপহার দিতে চান।
নেইমার বলেন, ‘আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। এরপর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে চাই। এই মুহূর্তে এই দুটিই আমার সবচেয়ে বড় স্বপ্ন। এরপর আসলে কী হবে কে জানে? হয়তো আমি বিয়ে করব।’
পিএসজিতে যোগ দওয়ার পর ১৩ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার। নতুন শহরে বেশ ভালো আছেন তিনি। নেইমার বলেন, ‘প্যারিস খুবই সুন্দর শহর। এখানে আমাকে দারুণভাবে গ্রহণ করা হয়েছে। স্বাগত জানানো হয়েছে। সেটা কেবল পিএসজির সমর্থকরা নয়, সবাই। আমি এখানে বেশ ভালো আছি।’
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে বায়ার্ন মিউনিখের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে পিএসজি। ইতিমধ্যে চার ম্যাচে মাঠে নেমে চারটিতেই জিতেছে ফ্রান্সের ক্লাবটি। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। শেষ ষোলো নিশ্চিত হয়েছে তাদের। অবশ্য শিরোপা জয়ের পথ এখনো অনেক বাকি। সেটা পাড়ি দিয়ে স্বপ্ন সত্যি করতে পারেন কিনা নেইমার দেখার বিষয়।