ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে মিটলো নেইমার-কাভানির দ্বন্দ্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারের পিছু যেনো কিছুতেই ছাড়ছিলো না মিডিয়ার গুজব। নতুন দল পিএসজিতে যোগ দেয়ার পরই স্পট কিক করা নিয়ে বিতর্কে জড়ান কাভানির সঙ্গে। তারপর গুজব ছড়ায় পিএসজি ছাড়ছেন নেইমার।

রিয়ালও তাকে নেয়ার জন্য রেকর্ড পরিমান ৪৫০ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তুত হয় বলে খবর ছড়ায়। অন্যদিকে পিএসজিও তাকে রেখে দিতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। গুঞ্জন ওঠে নেইমারকে আটকাতে পিএসজি কোচ পাল্টে মরিনহোকে নিয়ে আসবে। অবশেষে হয়তো সকল গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে। যার সঙ্গে দ্বন্দ্ব সেই উরুগুইয়ান এডিসন কাভানি ঘোষণা দিলেন এখন থেকে পিএসজির হয়ে সকল স্পট কিক নিবেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার।

গত রাতে নঁতেকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করেন এডিসন কাভানি। এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে ফরাসি ক্লাবটি। এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাভানি জানিয়েছেন এবার থেকে সব পেনাল্টি নেবে নেইমার। কোচ উনাই উমেরির হস্তক্ষেপেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। এদিকে ফরাসি বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করছে, ম্যাচ শেষে নেইমার-কাভানি পেনাল্টি নিয়ে একান্তে আলাপ করেছেন। সেখানে কাভানি নেইমারকে বলেন, ‘সব পেনাল্টি তুমিই নিও বন্ধু।’

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার দেড় মাসের মাথায় কাভানির সঙ্গে ঝগড়া হয় নেইমারের। মৌসুমের শুরুর দিকে লিঁও’র বিপক্ষে ২-০ গোলের জয় পায় পিএসজি। যদিও দুটি গোলই আসে প্রতিপক্ষের ভুলে। ম্যাচ শেষে জয়কে আড়াল করে আলোচনার টেবিলে নেইমার-কাভানির কথা কাটাকাটি। পেনাল্টি শট কে নেবেন ? এমন উত্তর মেলাতে দুই দফা তর্কাতর্কি হয় নেইমার-কাভানির মধ্যে।

প্রথম দফায় ম্যাচের ৫৭ মিনিটে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু নেইমারের স্বদেশী বন্ধু দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। ব্যাপারটি পছন্দ হয়নি কাভানির। বেশ রাগান্বিত হয়ে পড়েন এই উরুগুয়ে ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৭৯তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলে আলভেজ চেয়েছিলেন নেইমার কিক নিক। কাভানি সেটিও হতে দেননি। নিজেই কিক নেন। এনিয়ে ত্রিমুখী তর্কে জড়ান কাভানি, আলভেজ ও নেইমার।

এরপর থেকে দলে এই দুই তারকার মধ্যে আধিপত্যের লড়াইটি গণমাধ্যমে শিরোনাম হয়। তবে বিষয়টি নিয়ে এই দুই তারকার কেউ মুখ খুলেননি। যথারীতি নীরব ভূমিকা পালন করেছেন তারা।

ভবিষ্যতে মাঠের লড়াইয়ে যেনো আর এ রকম পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেটি নিয়ে দুই তারকার মধ্যে একটি আপসরফা হয়েছে। কাভানিকে উদ্বৃতি করে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ভবিষ্যতে নেইমারকে যেনো পেনাল্টি শট নেবার সুযোগ দেয়া হয় সে জন্য তাকে অতিরিক্ত এক মিলিয়ন ইউরো প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। ক্যাম্প ন্যু’তে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেন নেইমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে মিটলো নেইমার-কাভানির দ্বন্দ্ব

আপডেট টাইম : ০৮:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারের পিছু যেনো কিছুতেই ছাড়ছিলো না মিডিয়ার গুজব। নতুন দল পিএসজিতে যোগ দেয়ার পরই স্পট কিক করা নিয়ে বিতর্কে জড়ান কাভানির সঙ্গে। তারপর গুজব ছড়ায় পিএসজি ছাড়ছেন নেইমার।

রিয়ালও তাকে নেয়ার জন্য রেকর্ড পরিমান ৪৫০ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তুত হয় বলে খবর ছড়ায়। অন্যদিকে পিএসজিও তাকে রেখে দিতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। গুঞ্জন ওঠে নেইমারকে আটকাতে পিএসজি কোচ পাল্টে মরিনহোকে নিয়ে আসবে। অবশেষে হয়তো সকল গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে। যার সঙ্গে দ্বন্দ্ব সেই উরুগুইয়ান এডিসন কাভানি ঘোষণা দিলেন এখন থেকে পিএসজির হয়ে সকল স্পট কিক নিবেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার।

গত রাতে নঁতেকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করেন এডিসন কাভানি। এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে ফরাসি ক্লাবটি। এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাভানি জানিয়েছেন এবার থেকে সব পেনাল্টি নেবে নেইমার। কোচ উনাই উমেরির হস্তক্ষেপেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। এদিকে ফরাসি বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করছে, ম্যাচ শেষে নেইমার-কাভানি পেনাল্টি নিয়ে একান্তে আলাপ করেছেন। সেখানে কাভানি নেইমারকে বলেন, ‘সব পেনাল্টি তুমিই নিও বন্ধু।’

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার দেড় মাসের মাথায় কাভানির সঙ্গে ঝগড়া হয় নেইমারের। মৌসুমের শুরুর দিকে লিঁও’র বিপক্ষে ২-০ গোলের জয় পায় পিএসজি। যদিও দুটি গোলই আসে প্রতিপক্ষের ভুলে। ম্যাচ শেষে জয়কে আড়াল করে আলোচনার টেবিলে নেইমার-কাভানির কথা কাটাকাটি। পেনাল্টি শট কে নেবেন ? এমন উত্তর মেলাতে দুই দফা তর্কাতর্কি হয় নেইমার-কাভানির মধ্যে।

প্রথম দফায় ম্যাচের ৫৭ মিনিটে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু নেইমারের স্বদেশী বন্ধু দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। ব্যাপারটি পছন্দ হয়নি কাভানির। বেশ রাগান্বিত হয়ে পড়েন এই উরুগুয়ে ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৭৯তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলে আলভেজ চেয়েছিলেন নেইমার কিক নিক। কাভানি সেটিও হতে দেননি। নিজেই কিক নেন। এনিয়ে ত্রিমুখী তর্কে জড়ান কাভানি, আলভেজ ও নেইমার।

এরপর থেকে দলে এই দুই তারকার মধ্যে আধিপত্যের লড়াইটি গণমাধ্যমে শিরোনাম হয়। তবে বিষয়টি নিয়ে এই দুই তারকার কেউ মুখ খুলেননি। যথারীতি নীরব ভূমিকা পালন করেছেন তারা।

ভবিষ্যতে মাঠের লড়াইয়ে যেনো আর এ রকম পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেটি নিয়ে দুই তারকার মধ্যে একটি আপসরফা হয়েছে। কাভানিকে উদ্বৃতি করে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ভবিষ্যতে নেইমারকে যেনো পেনাল্টি শট নেবার সুযোগ দেয়া হয় সে জন্য তাকে অতিরিক্ত এক মিলিয়ন ইউরো প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। ক্যাম্প ন্যু’তে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেন নেইমার।