হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেও যেন অপ্রতিরোধ্য বার্সেলোনা। লা লিগায় সুয়ারেজের জোড়া গোলে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। এদিকে, জার্মান বুন্দেস লিগায় সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অগসবুর্গকে বাভারিয়ানরা হারিয়েছে ৩-০ গোলে।
সমুদ্রের বুকে একটা বিশালাকার জাহাজের সঙ্গে পাল তোলা নৌকা পাল্লা দিলে কেমন হবে বলুন তো ? স্প্যানিশ ফুটবলের ইতিহাস বলে বার্সেলোনা আর লেগানেসের মধ্যকার ম্যাচ অনেকটা তেমনই। তবে, যদি শুধু ফলাফলটা সরিয়ে রাখা যায় তাহলে ঘরের মাঠে লেগানেসের পারফরম্যান্সকে কিন্তু খুব খারাপ বলতে পারবেন না।
২৮ মিনিটে বার্সেলোনাকে প্রথম লিডটা এনে দেন সুয়ারেজ। দীর্ঘ গোলখরা ঘোচাতে মরিয়া উরুগুইয়ান তারকা। ৪৫ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ তৈরি করেছিলো লেগানেস। তবে, ডিফেন্সের দৃঢ়তায় রক্ষা পায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে আরো ক্ষিপ্র ভালভার্দের দল। ৬০ মিনিটে আবারো সুয়ারেজ ঝলক। একপ্রান্তে সতীর্থ জোড় গোল পেলেও, ডেডলক ভাঙতে পারছিলেন না লিওনেল মেসি। ৮৮ মিনিটে কাছাকাছি গিয়েও ব্যর্থ হন আর্জেন্টাইন সুপারস্টার।
তবে, ৯০ মিনিটে সুযোগ মিস করেননি পলিনউয়ো। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা মজবুত করতে ব্যবধানটা বাড়িয়ে নিতে ভুল হয়নি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।