হাওর বার্তা ডেস্কঃ দেশের পর সফলতার সাথে বিশ্বের বিভিন্ন দেশে চলছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। এদিকে মুক্তির সপ্তম সপ্তাহে দেশের ১২টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
৬ অক্টোবর ১২২ হলে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি সর্বমহলের ব্যাপক প্রশংসা কুড়ায়। দ্বিতীয় সপ্তাহে হল বেড় যায়। চলে ১২৭টি হলে। এরপর আস্তে আস্তে উত্তাপ হারাতে থাকে ব্লকবাস্টারটি।
সপ্তম সপ্তাহে যেসব হলে চলছে—
টানা সপ্তম সপ্তাহ : স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), লিবার্টি (খুলনা), সঙ্গীতা (খুলনা) ও পিক্স সিনেপ্লেক্স (সিরাজদিখাঁন)।
টানা দ্বিতীয় সপ্তাহ : জোনাকি সিনেমা হল (ঢাকা), মণিকা সিনেমা হল (শায়েস্তাগঞ্জ) ও নন্দিতা সিনেমা হল (গাজীপুর)।
এই সপ্তাহে মুক্তি পেল : পদ্মা (ঢাকা)।
দর্শকের অনুরোধে আবারো : শ্যামলী (ঢাকা), উপহার (রাজশাহী) ও ছায়াবাণী (ময়মনসিংহ)।
সিনেমাটির কাহিনি লিখেছেন সানী সানোয়ার। অভিনয় করছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।
২০ অক্টোবর ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায় উত্তর আমেরিকায়। এরপর একে একে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের মুক্তি পায়। উত্তর আমেরিকা বাদে অন্যান্য অঞ্চলে প্রচারণায় অংশ নেন সিনেমাটির পরিচালক, কাহিনীকার ও প্রধান দুই তারকা।