হাওর বার্তা ডেস্কঃ টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। মিষ্টি এই অভিনেত্রীর পারিবারিক ব্যস্ততার বাইরে এখন অভিনয় নিয়েই ব্যস্ততা। সমসাময়িক অনেক অভিনেত্রী কাজ থেকে দূরে চলে গেলেও তিনি এখনও অভিনয় নিয়ে সরব। সম্প্রতি মহান বিজয় দিবস স্মরণে নির্মাণ করা হয়েছে নাটক ‘জয়তু’।জহির করিমের রচনায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। মুক্তিযুদ্ধের সময় একজন বীরাঙ্গনা নারী ও তার পরবর্তী সময়ের গল্পে নির্মিত নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু।
নাটকে মানসিক বিকারগ্রস্ত বীরাঙ্গনা চরিত্রে দেখা মিলবে তার। পাশাপাশি বীরাঙ্গনার মেয়ে হিসেবে এ সময়ের তরুণীর চরিত্রেও দেখা যাবে তাকে।
নাটকটি প্রসঙ্গে শিমু বলেন, ‘বীরাঙ্গনা চরিত্রে আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম ‘বীরাঙ্গনা’ নারীর পাশাপাশি এ সময়ের প্রতিনিধি হিসেবে নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করলাম।