হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ বিরতির পর আবারো সংগীত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ প্রজন্মের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বির। রাকিব জানান, দীর্ঘ কয়েক মাস তিনি বিভিন্ন কারণে সংগীত থেকে দূরে ছিলেন। এমন কি মিডিয়ার অনেকের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন কোনো অজানা কারণে। গত বছর ২০১৬ সালের শুরু দিকে প্রায় দেড় বছর বিরতির পর মুক্তি পেয়েছিল লেজার ভিশনের ব্যানারে ‘মায়াবতী ময়না’ সিডি আকারে এবং এ বছরের শুরুতে প্রায় ১ বছর বিরতিতে তার তিনটি গান নিয়ে লেজার ভিশনের ব্যানারে শুধুমাত্র অনলাইনে মুক্তি পেয়েছিল ‘আমাকে জজড়িয়ে রাখো’ এবং সিডি চয়েজ মিউজিকের ব্যানারেও আরো তিনটি গান নিয়ে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত হয়েছিল ‘মনটা ছুঁয়ে দেখনা’। যে কারণে বিগত আড়াই বছরে তার দুইটি গান ‘মায়াবতী ময়না’ ও ‘মনটা ছুঁয়ে দেখনা’ অল্প পরিসরে সাড়া ফেললেও আশাব্যঞ্জক নয়। বলা যায় দীর্ঘ বিরতির জন্যই এমনটা ঘটেছে বলে ধারণা করছেন অডিও সঙ্গে জড়িত তার শুভাকাঙ্ক্ষীরা।
তবে সাম্প্রতিক রাকিব আবারো তার কাজ নিয়ে চাঙ্গা হয়ে উঠেছেন এবং বেশ কিছু গানের কাজ ও মিউজিক ভিডিও তৈরি করা নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন। তিনি এই প্রতিবেদককে বলেন- আসলে ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয় নিয়ে এত দিন ব্যস্ত সময় পার করেছি। বলতে পারেন একটা লম্বা বিরতির দরকার ছিল। তাই বিরতি নিয়েছিলাম। তবে আশার কথা হল আমি আবারো নতুন কিছু করতে যাচ্ছি আমার ভক্ত-শ্রোতা-দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য।
রাকিব আরো জানান- তিনি একাধারে লেজার ভিশন, সিডি চয়েজ মিউজিক এবং তার নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা টোন ফেয়ার ও তার ভিজুয়াল প্রডাকশন আরএম এন্টারটেইনমেন্টের জন্য বেশ কিছু কাজ আগামী বছরের জন্য প্রস্তুত করে রাখছেন। ইতিমধ্যে তিনি তার ইউটিউব চ্যানেল ‘আরএম এএন্টারটেইনমেন্ট’র জন্য কিছু ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিও নির্মাণ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন। এছাড়া অডিও প্রযোজনা সংস্থা লেজার ভিশনের জন্য একাধিক মিউজিক ভিডিও নির্মাণ করছেন খুব শিগগিরই এবং কিছু অডিও গানও বানাচ্ছেন।
অন্যদিকে নতুন অডিও প্রযোজনা সংস্থা সিডি চয়েজ মিউজিকের জন্য অনেকগুলো গান তৈরি করছেন এবং তার নিজের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টোন ফেয়ার ব্যান্যারের জন্যও কলকাতা ও মোম্বাই আর্টিস্টদের নিয়ে একাধিক প্রজেক্টের কাজও চালিয়ে যাচ্ছেন এবং কয়েকটি প্রজেক্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা যায়। তার আসন্ন নতুন অ্যালবামের গানগুলো লিখেছেন রেজাউর রহমান রিজভী, শেখ সুমন এমদাদ, এইচ এম রিপন, শতরুপা এবং রাকিব মোসাব্বির নিজেই।
উল্লেখ্য, রাকিব মোসাব্বির একাধারে একজন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, সাউন্ড ইঞ্জিনিয়ার, সাউন্ড ডিজাইনার, এডিটর, মিউজিশিয়ান, ভিজ্যুয়াল কালার ডিজাইনার, ভিএফএক্স মেকার, ডিওপি, মডেল, কলামিস্ট, লেখক, প্রযোজক ও নির্মাতা। এছাড়া তিনি আরএম প্রডাকশন ও অনলাইন মিডিয়া এজেন্সিসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিইও।
তার প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখ্যযোগ্য হল- সংগীত তৈরির কারখানা ‘আরএম মিউজিক ফ্যাক্টরি’, মিনি ফিল্ম প্রডাকশন ‘আরএম এন্টারটেইনমেন্ট’, রেকর্ড লেবেল ও অডিও প্রযোজনা সংস্থা ‘টোন ফেয়ার’, অনলাইন পাবলিকেশন এজেন্সি ‘আরএম পাবলিকেশন’ আইটি প্রডাকশন ‘আরএম আইটি সুলেশন’ ইত্যাদি।
জানা যায়, সংগীত নিয়ে রাকিব মোসাব্বির অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা কমিয়ে দিয়ে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যই বেশি করে সময় ব্যয় করছেন এবং ভাল কিছু কন্টেইন প্রস্তুত করছেন। তবে বর্তমানে তিনি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানকে বেশি মূল্য দিলেও, অন্য সব প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও নিয়মিত কাজ করার আশা ব্যক্ত করেন। এতে তার কোনো আপত্তি নেই বলে জানান।
তরুণ সংগীত পরিচালক ও গায়ক রাকিব মোসাব্বির তার সংগীত ক্যারিয়ার বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রায় এক যুগ সময় পার করেছে এবং তার সংগীত পরিচালনায় গানের সংখ্যা প্রায় ৩০০’র কাছাকাছি। তার মধ্যে বেশ কিছু গান শ্রোতাদের মন জয় করেছে।
মানবকণ্ঠ