নাশকতার দুই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি মো. হেমায়েত উদ্দিন খান হিরণ জানান, আজ মামলা দুটোর অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মির্জা আব্বাস আদালতে আসেননি। তার পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী সময়ের আবেদন করেন।
আদালতের হাকিম সেই আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।