বাবা-মার কবরের পাশে সমাহিত হলেন মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সদ্যপ্রয়াত কাজী জাফর আহমদ। শনিবার বাদ আসর তাকে বাবা কাজী আলী আহমেদ ও মা তাহেরা খাতুনের কবরের পাশে দাফন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে কাজী জাফর আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। এর আগে তার নিজ গ্রাম উপজেলার চিওড়া ডিগ্রি কলেজ মাঠে শেষ জানাজায় অংশ নেন কুমিল্লার চৌদ্দগ্রামবাসী।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা কাজী জাফরের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজায় জাতীয় পার্টির একাংশের মহাসচিব মোস্তফা জামান হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, লুৎফর রহমান হেলাল, খালেকুজ্জামান চৌধুরী, জাফর উল্লাহ খান লাহরী, এয়ার আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, পৌর সভাপতি নজির আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি (এরশাদ) খায়েজ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, পৌর জামায়াতের আমির মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।