বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী আইনজীবীরা ঐক্যবদ্ধ হওয়ার কারণেই নিরঙ্কুশ বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহিলা শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সভাটির আয়োজন করা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী আইনজীবীরা ঐক্যবদ্ধ হওয়ার কারণেই এই নিরঙ্কুশ বিজয় এসেছে। দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে আওয়ামী আইনজীবীরা নির্বাচিত হয়েছে। গত দুইবার নির্বাচনে আমরা জয় লাভ করতে পারিনি। কিন্তু এবার নিরঙ্কুশ জয় হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি রওশন জাহান সাথীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। –
সংবাদ শিরোনাম
ঐক্যবদ্ধ হওয়ার কারণেই বার কাউন্সিলে নিরঙ্কুশ বিজয় এসেছে
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
- ৩৩১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ