গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সবার উচিত একই ভয়েসে কথা বলা। সরকারে থেকে আমি যদি বলি মূল্য বৃদ্ধি বেশি হয়ে গেছে, এটা ঠিক নয়। এগুলো হবে আত্মঘাতী। এই আচরণে অন্যরা সুযোগ নেবে।
শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ভর্তুকির চাপ কমাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। গ্যাস-বিদ্যুতের ভর্তুকি এমন পর্যায়ে পৌঁছেছিল, যার প্রভাব অর্থনীতির উপর পড়ছিল।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কখনোই জনগণের স্বার্থে বিঘ্ন ঘটে এমন পদক্ষেপ নেননি। পরবর্তীতে প্রধানমন্ত্রী এ বিষয়ে বিবেচনা করবেন।
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পরিবহন খাতেও পড়বে স্বীকার করে মন্ত্রী বলেন, বিআরটিএকে বলব, স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে মূল্যবৃদ্ধি যেন সহনীয় পর্যায়ে রাখা হয়।
সংগঠনের সভাপতি তানভির রহমান জয়ের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।
সংবাদ শিরোনাম
সরকারের সবার উচিত একই ভয়েসে কথা বলা: ওবায়দুল কাদের
- Reporter Name
- আপডেট টাইম : ০৭:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
- ২৮৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ