ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শীমের ক্ষেতে পঁচে যাচ্ছে ফুল পথে বসেছে কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৫১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালীন সবজি শিম চাষ করে বিঘা প্রতি লাখ টাকা লাভের আশা করলেও মাঠের পর মাঠ ক্ষেতের ফুল পঁচে যাওয়ায় ধরছে না কোন শীম।  লাভজনক এ সবজি চাষ করে এবার শৈলকুপার কৃষকেরা পথে বসেছে।  তাদের অভিযোগ কোন খোজ রাখেনি কৃষি অফিস।  কৃষকদের অভিযোগ স্বীকার করে কৃষি কর্মকর্তারা বলছে বিরুপ আবহাওয়ার করণে এবার শীম চাষে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকেরা।  সবজি ভান্ডার খ্যাত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকহাজার কৃষক একার শীতকালীন সবজি শীমের আগাম

চাষ করেছিল।  শীতের শুরুতেই ভাল দামে ফসল বিক্রি করতে পারবে বলে আশা করেছিল কৃষকরা।  ফুল আসার পর-পরই এক সপ্তহের মধ্যেই শীম তুলে বাজারে বিক্রি করা যায়।  কিন্তু এবার কোন শীম বাজারে নিতে পারছে না কৃষক।  শৈলকুপায় এবার ৩৫০ হেকটরের বেশী জমিতে ফুলে ফুলে শীম গাছ ভরে উঠলেও অজ্ঞাত রোগে সব ফুলই ঝরে পড়ছে।  মাঠে দেখে গেছে পচন ও ছত্রাকজনিত বালাইয়ে ফুল শুকিয়ে ঝরে পড়ছে।  আবার শীম ক্ষেতের গোড়াতেও দেখা দিয়েছে পচন রোগ।

কোন বালইনাশক ব্যবহার করেও উপকার পচ্ছে না কৃষকরা।  কৃষকরা বলেন, ১ বিঘা জমিতে শীম চাষ করতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়।  এসব খরচের মদ্যে রয়েছে বাঁশ, পাটখড়ি, সুতলি কেনা, জন বা শ্রমিক খরচ ।  বৈশাখ-জৈষ্ঠ মাসে শুরু হয় শীমের চাষ, ৮ থেকে ৯ মাসের মাথায় শীতের শুরুতে শীমের ফুল-ফল ধরতে থাকে।  ভাল ফলন হলে বিঘা প্রতি লাখ টাকার শীম বিক্রি করা যায়।  শৈলকুপার মদনডাঙ্গা, পদমদী, চড়িয়ারবিল, শেখপাড়া, ত্রীবেনী সহ দুটি ইউনিয়ন জুড়ে কৃষকেরা শিম চাষ করছে।  এ এলাকার কৃষক শওকত মোল্লা, উজ্জল হোসেন, ফিরোজ, মোস্ত মোল্লা, কৃষাণী জেসমিন সহ সবার অভিযোগ উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না।  তারা কোন খোঁজ রাখেন না, ফলে ভাল কোন নির্দেশনা পান না সবজি চাষে।  কৃষকদের অভিযোগ স্বীকার করে উপজেলা কৃষিকর্মকর্তা সনজয় কুমার কুন্ডু জানান, মাঝে মধ্যে তীব্র গরম, অতিবৃষ্টি এসব কারণে শীমের ফুলে এবার পরাগায়ন হয়নি।  ভালভাবে শীত পড়তে শুরু করলে শীমের ফলন ভালো হবে।  তখন নকিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।  তিনি বলছেন ইউনিয়নগুলোতে উপসহকারী কৃষিকর্মকর্তাদের তদারকি করতে বলা হয়েছে, কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শীমের ক্ষেতে পঁচে যাচ্ছে ফুল পথে বসেছে কৃষক

আপডেট টাইম : ০৭:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ শীতকালীন সবজি শিম চাষ করে বিঘা প্রতি লাখ টাকা লাভের আশা করলেও মাঠের পর মাঠ ক্ষেতের ফুল পঁচে যাওয়ায় ধরছে না কোন শীম।  লাভজনক এ সবজি চাষ করে এবার শৈলকুপার কৃষকেরা পথে বসেছে।  তাদের অভিযোগ কোন খোজ রাখেনি কৃষি অফিস।  কৃষকদের অভিযোগ স্বীকার করে কৃষি কর্মকর্তারা বলছে বিরুপ আবহাওয়ার করণে এবার শীম চাষে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকেরা।  সবজি ভান্ডার খ্যাত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকহাজার কৃষক একার শীতকালীন সবজি শীমের আগাম

চাষ করেছিল।  শীতের শুরুতেই ভাল দামে ফসল বিক্রি করতে পারবে বলে আশা করেছিল কৃষকরা।  ফুল আসার পর-পরই এক সপ্তহের মধ্যেই শীম তুলে বাজারে বিক্রি করা যায়।  কিন্তু এবার কোন শীম বাজারে নিতে পারছে না কৃষক।  শৈলকুপায় এবার ৩৫০ হেকটরের বেশী জমিতে ফুলে ফুলে শীম গাছ ভরে উঠলেও অজ্ঞাত রোগে সব ফুলই ঝরে পড়ছে।  মাঠে দেখে গেছে পচন ও ছত্রাকজনিত বালাইয়ে ফুল শুকিয়ে ঝরে পড়ছে।  আবার শীম ক্ষেতের গোড়াতেও দেখা দিয়েছে পচন রোগ।

কোন বালইনাশক ব্যবহার করেও উপকার পচ্ছে না কৃষকরা।  কৃষকরা বলেন, ১ বিঘা জমিতে শীম চাষ করতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়।  এসব খরচের মদ্যে রয়েছে বাঁশ, পাটখড়ি, সুতলি কেনা, জন বা শ্রমিক খরচ ।  বৈশাখ-জৈষ্ঠ মাসে শুরু হয় শীমের চাষ, ৮ থেকে ৯ মাসের মাথায় শীতের শুরুতে শীমের ফুল-ফল ধরতে থাকে।  ভাল ফলন হলে বিঘা প্রতি লাখ টাকার শীম বিক্রি করা যায়।  শৈলকুপার মদনডাঙ্গা, পদমদী, চড়িয়ারবিল, শেখপাড়া, ত্রীবেনী সহ দুটি ইউনিয়ন জুড়ে কৃষকেরা শিম চাষ করছে।  এ এলাকার কৃষক শওকত মোল্লা, উজ্জল হোসেন, ফিরোজ, মোস্ত মোল্লা, কৃষাণী জেসমিন সহ সবার অভিযোগ উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না।  তারা কোন খোঁজ রাখেন না, ফলে ভাল কোন নির্দেশনা পান না সবজি চাষে।  কৃষকদের অভিযোগ স্বীকার করে উপজেলা কৃষিকর্মকর্তা সনজয় কুমার কুন্ডু জানান, মাঝে মধ্যে তীব্র গরম, অতিবৃষ্টি এসব কারণে শীমের ফুলে এবার পরাগায়ন হয়নি।  ভালভাবে শীত পড়তে শুরু করলে শীমের ফলন ভালো হবে।  তখন নকিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।  তিনি বলছেন ইউনিয়নগুলোতে উপসহকারী কৃষিকর্মকর্তাদের তদারকি করতে বলা হয়েছে, কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।