ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি স্কোলে বেতন পাবেন মডেল মসজিদের ইমাম-মোয়াজ্জিনরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৩৫৯ বার
হাওর বার্তা ডেস্কঃ সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ সব মসজিদের খতিব ও ইমামরা জাতীয় স্কোলে বেতন-ভাতা পাবেন। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মোয়াজ্জিন ও খাদেমরাও।
বেতন স্কোলের একটি খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে মডেল মসজিদের খতিবদের জাতীয় বেতন স্কোলের অষ্টম গ্রেডে, ইমামদের নবম গ্রেডে, মোয়াজ্জিনদের ১৪তম গ্রেডে ও খাদেমদের ১৬তম গ্রেডে বেতনভাতার সুপারিশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, সারা দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী মডেল মসজিদের খতিব ও ইমামসহ সবাই জাতীয় স্কোলে বেতনভাতা পাবেন।  সব মসজিদের নকশা একই রকম হবে। তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হবে। জেলা শহর ও সিটি করপোরেশনে এ ক্যাটাগরির ৬৮টি চারতলাবিশিষ্ট মডেল মসজিদে থাকবে লিফট-এসি।  বি ক্যাটাগরির মসজিদ হবে ৪৭৬টি। আর সি ক্যাটাগরির মসজিদ হবে ১৬টি, যেগুলো নির্মিত হবে উপকূলীয় এলাকায়।
তিনি আরো জানান, একজন খতিবের মূল বেতন একজন প্রথম শ্রেণির কর্মকর্তার সমান হবে। সঙ্গে স্থানভেদে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পাবেন।
সূত্র জানায়, গত বছরের ৩ থেকে ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে সৌদি বাদশাহর সঙ্গে আলোচনায় দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণের বিষয়টি তুলে ধরে সহযোগিতার প্রস্তাব করলে সৌদি আরব তাতে সম্মতি দেয়। সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী এই মডেল মসজিদের নকশা তৈরিসহ সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সরকারি স্কোলে বেতন পাবেন মডেল মসজিদের ইমাম-মোয়াজ্জিনরা

আপডেট টাইম : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
হাওর বার্তা ডেস্কঃ সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ সব মসজিদের খতিব ও ইমামরা জাতীয় স্কোলে বেতন-ভাতা পাবেন। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মোয়াজ্জিন ও খাদেমরাও।
বেতন স্কোলের একটি খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে মডেল মসজিদের খতিবদের জাতীয় বেতন স্কোলের অষ্টম গ্রেডে, ইমামদের নবম গ্রেডে, মোয়াজ্জিনদের ১৪তম গ্রেডে ও খাদেমদের ১৬তম গ্রেডে বেতনভাতার সুপারিশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, সারা দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী মডেল মসজিদের খতিব ও ইমামসহ সবাই জাতীয় স্কোলে বেতনভাতা পাবেন।  সব মসজিদের নকশা একই রকম হবে। তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হবে। জেলা শহর ও সিটি করপোরেশনে এ ক্যাটাগরির ৬৮টি চারতলাবিশিষ্ট মডেল মসজিদে থাকবে লিফট-এসি।  বি ক্যাটাগরির মসজিদ হবে ৪৭৬টি। আর সি ক্যাটাগরির মসজিদ হবে ১৬টি, যেগুলো নির্মিত হবে উপকূলীয় এলাকায়।
তিনি আরো জানান, একজন খতিবের মূল বেতন একজন প্রথম শ্রেণির কর্মকর্তার সমান হবে। সঙ্গে স্থানভেদে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পাবেন।
সূত্র জানায়, গত বছরের ৩ থেকে ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে সৌদি বাদশাহর সঙ্গে আলোচনায় দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণের বিষয়টি তুলে ধরে সহযোগিতার প্রস্তাব করলে সৌদি আরব তাতে সম্মতি দেয়। সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী এই মডেল মসজিদের নকশা তৈরিসহ সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দেন।